পুলিসের সামনেই গুলি বেপরোয়া দুষ্কৃতীরা, আতঙ্কে গড়িয়া

পুলিসের সামনেই গুলি চালিয়েছে বেপরোয়া দুষ্কৃতীরা। জানিয়েছেন গড়িয়া নবপল্লীর আতঙ্কিত বাসিন্দারা।  আতঙ্কে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতির জন্য  শাসক-মদতে গজিয়ে ওঠা সিন্ডিকেটরাজকেই দায়ি করেছেন অনেকে।

Updated By: Sep 21, 2015, 09:30 PM IST

ওয়েব ডেস্ক: পুলিসের সামনেই গুলি চালিয়েছে বেপরোয়া দুষ্কৃতীরা। জানিয়েছেন গড়িয়া নবপল্লীর আতঙ্কিত বাসিন্দারা।  আতঙ্কে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতির জন্য  শাসক-মদতে গজিয়ে ওঠা সিন্ডিকেটরাজকেই দায়ি করেছেন অনেকে।

রাতভর অবাধেই দুষ্কৃতী তাণ্ডব, গুলি, বাড়ি ভাঙচুর। গোটা ঘটনায় রীতিমতে আতঙ্কিত  এলাকার বাসিন্দারা।  

বাসিন্দাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে রবিবার রাতের ঘটনায় পুলিসের ভূমিকা। অনেকেরই দাবি, দুষ্কৃতীরা অবাধে গুলি চালালেও পুলিস ছিল নীরব দর্শক।

দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্তের পিছনে সিন্ডিকেটরাজকেই দায়ি করছেন বাসিন্দারা।

এক বাসিন্দা বললেন, এর আগে থ্রেট করে গিয়েছে। এবার তো পাড়ায় এসে গুলি চালিয়েছে। আতঙ্কে থাকছি। কি করব?

রবিবার রাতের গুলির ঘটনার মূল নায়ক রবি মাইতিও সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তার এত বাড়বাড়ন্ত। সম্প্রতি একটি খুনের মামলায় অভিযুক্ত হয়ে জেলে যায়  সে । ফলে সিন্ডিকেটে তার রাশও আলগা হয়ে পড়ে। নিয়ন্ত্রণ ফিরে পেতে জেল থেকে ছাড়া পেয়েই রবিবার রাতে হামলা চালায় রবি।

.