গার্ডেনরিচে পুলিসের সামনেই চলল গুলি, আহত ২
জমি নিয়ে বিবাদের জেরে গার্ডেনরিচের রাজাবাগান থানা এলাকার পাঁচপাড়া রোডে পুলিসের সামনেই চলল গুলি ও বোমাবাজি। জমি ঘেরা নিয়েই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জখম হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমি নিয়ে বিবাদের জেরে গার্ডেনরিচের রাজাবাগান থানা এলাকার পাঁচপাড়া রোডে পুলিসের সামনেই চলল গুলি ও বোমাবাজি। জমি ঘেরা নিয়েই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জখম হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের জুগিপাড়া এলাকার একটি জমি ঘিরেই যাবতকীয় বিবাদের শুরু। রবিবার সকালে জমিটি ঘেরা হচ্ছে দেখতে পেয়ে বাধা দেন স্থানীয় বাসিন্দা, পেশায় পোশাক ব্যবসায়ী শেখ মইদুল ইসলাম ও বাবা হাজি নৌসাদ আলি। তাঁদের দাবি ছিল ওই জমিটি কেনার জন্য জমির মালিকের সঙ্গে কথাও হয়েছে তাঁদের। কিন্তু তাঁদের কথা মানতে চায়নি অন্যপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে রাজাবাগান থানার পুলিস পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। চলে কয়েক রাউন্ড গুলি। ফাটানো হয় বেশ কয়েকটি বোমাও। বিবাদের কারণ নিয়ে মুখ খোলেননি স্থানীয় মানুষ।
মইদুল ইসলাম ও তাঁর বাবার গুলি লাগে। দুজনকে একবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমিটি নিয়ে বিবাদ চলছিল মইদুলদের। প্রোমোটারের তরফে হুমকি দেওয়া হচ্ছে এই মর্মে রাজাবাগান থানায় অভিযোগও দায়ের করেছিলেন তাঁরা। কিন্তু পুলিস কোনও ব্যবস্থা নেয়নি।