Firhad Hakim:ফিরহাদ হাকিমকে 'প্রমোশন', চন্দ্রিমাকে অর্থের স্বাধীন দায়িত্ব দিলেন মমতা

অর্থ দফতরের দায়িত্ব নিজের কাছে রেখেই চন্দ্রিমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Updated By: Mar 8, 2022, 03:59 PM IST
Firhad Hakim:ফিরহাদ হাকিমকে 'প্রমোশন', চন্দ্রিমাকে অর্থের স্বাধীন দায়িত্ব দিলেন মমতা

নিজস্ব প্রতিবেদন: আস্থাভাজন ফিরহাদ হাকিমের উপরে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, চন্দ্রিমা ভট্টাচার্যকে আনলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বে। 

পবিবহন ও আবাসন দফতরের পাশাপাশি ফিরহাদ হাকিমকে দেওয়া হল পুর ও নগরোন্নয়ন দফতরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় প্রথমবার পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রিই হয়েছিলেন ফিরহাদ। ফলে মেয়র পদের পাশাপাসি তাঁর হাতে এখন অনেকগুলো দফতর এসে গেল। বর্তমানে ফিরহাদ হাকিমের হাতে রয়েছে পরিবহন ও আবাসন দফতর। 

অন্যদিকে, অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবার ভোটে দাঁড়াননি। তাই অর্থ দফতরের দায়িত্ব নিজের কাছে রেখেই চন্দ্রিমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চন্দ্রিমাকে দেওয়া হল অর্থ দফতরের স্বাধীন দায়িত্ব। রাজনৈতিক মহলের বক্তব্য, দলে যে এক ব্যক্তি এক পদ কার্যকর নয় তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা ও পুরভোটে যারা ভালো কাজ করেছেন তাদের পুরস্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, আজ নজরুল মঞ্চে দলের বর্ধিত কমিটির বৈঠকে বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের আরও সক্রিয় ভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়সভায় চলছে বাজেট অধিবেশন। এইসময় প্রতিটি বিধায়ককে বিধানসভায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। মমতা মনে করিয়ে দেন, বিধানসভায় কোনও ভোটাভুটিতে হারের অর্থ সরকারের হার। অন্যদিকে, আগামী ৫ মে থেকে ব্লক স্তরের নেতাদের গ্রামে গ্রামে গিয়ে জন সংযোগ করার নির্দেশ দেন মমতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বল, নির্দল প্রার্থী ও তাদের তৃণমূল বন্ধুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। 

আরও পড়ুন-জোড়াফুলে জয়প্রকাশ, মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ, পেলেন বড় পদও

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.