বউবাজারে বিধ্বংসী আগুনের রেশ এখনও কাটেনি

বউবাজারে প্লাইউডের কারখানায় বিধ্বংসী আগুন রেশ এখনও কাটেনি। আতঙ্কে এলাকাবাসী। সোমবার বিকেলে লেডি ডাফরিন হাসপাতালের ঠিক উল্টোদিকে আগুন লাগে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়ি ও দোকানেও। টানা চারঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  দমকলের ২৬টি ইঞ্জিন।

Updated By: Feb 3, 2015, 10:21 AM IST
বউবাজারে বিধ্বংসী আগুনের রেশ এখনও কাটেনি

ওয়েব ডেস্ক: বউবাজারে প্লাইউডের কারখানায় বিধ্বংসী আগুন রেশ এখনও কাটেনি। আতঙ্কে এলাকাবাসী। সোমবার বিকেলে লেডি ডাফরিন হাসপাতালের ঠিক উল্টোদিকে আগুন লাগে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়ি ও দোকানেও। টানা চারঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  দমকলের ২৬টি ইঞ্জিন।

তবে দমকলের অনুমান ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বেশ কিছু ফায়ার পকেটস্। সেক্ষেত্রে ফের আগুন ছড়ানোর আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না দমকল কর্মীরা। সকাল থেকেই ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা কয়েকটি গাড়ি। ছাইচাপা আগুন থাকলে, মোকাবিলার জন্য ঘটনাস্থলে রাখা হয়েছে দমকলের চারটি ইঞ্জিনও।

.