ফের হাসপাতালে আগুন, এবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে আগুন

ফের হাসপাতালে আগুন। এবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে আগুন আতঙ্ক। বেলা বারোটা কুড়ি নাগাদ আই ওয়ার্ডের বাইরে ইলেকট্রিকে ফিডার বক্স থেকে ধোঁয়া বেড় হতে দেখে আতঙ্ক ছড়ায়। সেই সময় বহু মানুষ চিকিত্সার জন্য ওই ওয়ার্ডে ছিলেন। তাঁরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন তারপর আসে নিয়ন্ত্রণে।

Updated By: Sep 23, 2016, 02:18 PM IST
 ফের হাসপাতালে আগুন, এবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে আগুন

ওয়েব ডেস্ক: ফের হাসপাতালে আগুন। এবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে আগুন আতঙ্ক। বেলা বারোটা কুড়ি নাগাদ আই ওয়ার্ডের বাইরে ইলেকট্রিকে ফিডার বক্স থেকে ধোঁয়া বেড় হতে দেখে আতঙ্ক ছড়ায়। সেই সময় বহু মানুষ চিকিত্সার জন্য ওই ওয়ার্ডে ছিলেন। তাঁরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন তারপর আসে নিয়ন্ত্রণে।

আরও পড়ুন জন্মদিনে শুনে নিন কুমার শানুর গাওয়া অন্যতম সেরা ১০ গান

প্রসঙ্গত, আজ শহরে আগুন লাগলেও মাত্র কয়েকদিন আগেই এভাবে আগুন লেগে গিয়েছিল বহরমপুরের জেলা হাসপাতালে। সেদিনের সেই ঘটনায় প্রাণও হারান কয়েকজন। আগুন নিয়ন্ত্রণের কিছুই সেখানে ছিল না!

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

.