এবার আগুন বাগুইহাটিতে

বাগুইআটির অশ্বিনীনগরে একটি বহুতলে বুধবার রাত পৌনে সাতটা নাগাদ আগুন ধরে যায়। প্রথমে আগুন লাগে বহুতলের গ্রাউন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Updated By: Jan 12, 2012, 08:20 AM IST

বাগুইআটির অশ্বিনীনগরে একটি বহুতলে বুধবার রাত পৌনে সাতটা নাগাদ আগুন ধরে যায়। প্রথমে আগুন লাগে বহুতলের গ্রাউন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। বেশকিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কমীরা। কিন্তু ততক্ষণে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ফ্ল্যাটটি। বহুতলের বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়। রাস্তা অপরিসর হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। এলাকায় একাধিক বেআইনী নির্মানের জন্যই রাস্তা দখল হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজারহাট পুরসভার চেয়ারম্যান তাপস চ্যাটার্জি  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। পুরসভার পক্ষ থেকে বিষয়টি দেখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

.