এবার আগুন এপিজে হাউসে

নতুন বছরের প্রথম সকালেই ফের আগুন-আতঙ্কের সাক্ষী হল মহানগরী! রবিবার দুপুর ১২টা নাগাদ আগুন লাগল পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ৭ তলায় কোল ইন্ডিয়ার দফতরে।

Updated By: Jan 1, 2012, 02:21 PM IST

নতুন বছরের প্রথম সকালেই ফের আগুন-আতঙ্কের সাক্ষী হল মহানগরী!
রবিবার দুপুর ১২টা নাগাদ পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ৭ তলায় একটি বেসরকারি সংস্থার দফতরে আগুন লাগে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয় আরও ৪টি। ধোঁয়ায় একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে বের করে আনা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় সংলগ্ন রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়ে। বন্ধ হয়, রফি আহমেদ কিদোয়াই রোড। ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ওয়াকিবহাল মহলের মতে ছুটির দিন না-হলে এদিন এপিজে হাউসে বেশ কিছু মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। বরাতজোরে সেই অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ান গেলেও পুরো ঘটনায় ফের সামনে চলে এল অগ্নি-নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য দমকল বিভাগের গয়ংগচ্ছ মনোভাবের কথা। উল্লেখ্য, শনিবার বিকেলে বর্ষবরণ উত্‍সবের মাঝেও পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় অগ্নি নির্বাপন যন্ত্র ফেটে দুর্ঘটনা ঘটেছিল।

.