ভয়াবহ আগুন চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে LIVE

ভয়াবহ আগুন চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে। আগুন লেগেছে বিল্ডিংয়ের ১২ তলায়। ঘটনাস্থলে দমলকলের ৪টি ইঞ্জিন রয়েছে। তবে জানা যাচ্ছে ১২ তলায় ল্যাডার পৌঁচ্ছাতে না পারায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল বন্ধ। ৯:৪৫- বিল্ডিংয়ের ১২তলা থেকে আগুন ছড়িয়ে পড়ল ১৩ তলায়। এখনও পর্যন্ত ৭ জন বিল্ডিংয়ে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। (বিস্তারিত খবর একটু পরে)

Updated By: Sep 2, 2014, 01:08 PM IST
ভয়াবহ আগুন চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে LIVE

১২টা ৫৮: চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে বিদ্যুৎ ও লিফট পরিষেবা চালু না হওয়া পর্যন্ত কোনও অফিস খোলা যাবে না জানালেন মেয়র। সিইএসসি, কলকাতা পুরসভা, দমকল অগ্নিকাণ্ডের তদন্ত করবে বলা জানান মেয়র। খতিয়ে দেখা হবে ট্রেড লাইসেন্সও।

১২টা ৫০:  অগ্নিদগ্ধ চ্যাটার্জি ইন্টারন্যাশানালে কেউ আটকে রয়েছেন কী না তা দেখতে  দ্রোনের সাহায্যে নজরদারি।

১২টা ২১: চ্যাটার্জি ইন্টারন্যাশানল অগ্নিকাণ্ডে উদ্ধারকার্যের জন্য সেনার কাছে হেলিকপ্টার চায় কলকাতা পুলিস।
খারাপ আবহাওয়ার কারণে কপ্টার দিতে চায়নি সেনা।
আবহাওয়া উন্নতি হলে হেলিক্টার সাহায্যের কথা ভেবে দেখা হবে বলে জানানো হয় সেনার তরফে।

১১টা ১৭: আগুন নিয়ন্ত্রণে। এসি মেশিন থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের।

১১টা ১৫: কালিংপং থেকে টেলিভিশনে গোটা অগ্নিকাণ্ড পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে নির্দেশ দিয়েছেন মেয়রের সঙ্গে।

১১টা ০৩: আগুন নিয়ন্ত্রণে আনার  কাজে দমকলের ১৭টি ইঞ্জিন। ঘটনাস্থলে মেয়র।

১০টা ৫৩: অনেকটা নিয়ন্ত্রণে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের আগুন। ১৫ ও ১৬ তলায় আগুন রয়েছে। কিছু পকেটে এখনও আগুন রয়েছে। এই মুহূর্তে দমকলের ১০টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।

১০টা ৩০:   শুধুমাত্র ১৬ তলায় এখন আগুন জ্বলছে। দাবি দমকল মন্ত্রী জাভেদ খানের।

১০ টা ২৬: বন্ধ রয়েছে পার্ক স্ট্রিট ফালিওভারের যান চলাচল। দক্ষিণ কলকাতায় যাওয়ার গাড়ি গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

১০টা ১৯:  ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার ভাবনা। সিঁড়ি দিয়ে ওপরে উঠছে দমকল কর্মীরা।

১০টা ১২: ১৩ তলায় আটকে রয়েছে ৭  জন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। ৪ জনকে উদ্ধার ক্রা হয়েছে। এখনও আটকে রয়েছেন ৩ জন।

টা ০৯: হাইড্রোলিক ল্যাডার না পৌঁছনোয় আগুন নেভানোর কাজে বাধা

১০টা ০৫: ১২তলার ওপরের  তলে নতুন করে ছড়াচ্ছে আগুন। এই মুহূর্তে ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 ভয়াবহ আগুন চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে। আগুন লেগেছে বিল্ডিংয়ের ১২ তলায়। ঘটনাস্থলে দমলকলের ৪টি ইঞ্জিন রয়েছে। তবে জানা যাচ্ছে ১২ তলায় ল্যাডার পৌঁচ্ছাতে না পারায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল বন্ধ।

৯:৪৫- বিল্ডিংয়ে ১২তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে ১৩তলায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আরও ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে ৮টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বহুতলের ১৪তলায় ৭ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

.