বড়বাজারের দোকানে বিধ্বংসী আগুন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আয়ত্বে আনল দমকলের ১৫ ইঞ্জিন

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফিরহাদ হাকিম

Updated By: Jun 21, 2021, 11:46 PM IST
বড়বাজারের দোকানে বিধ্বংসী আগুন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আয়ত্বে আনল দমকলের ১৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদন: রবিবারের পর সোমবার। সন্ধে সাতটা নাগাদ আগুন লেগে যায় বড়বাজারের ১২ নম্বর বোর্ন ফিল্ড লেনের একটি রাসায়নিকের দোকানে। ক্রমে তা ছড়িয়ে পড়ে উপরতলার রাখী তৈরির কারখানাতেও।

আরও পড়ুন-তৃণমূলে অভিজিত্! বিকেলে আচমকাই অভিষেকের অফিসে প্রণবপুত্র

আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পরে তা বাড়তে বাড়তে হয় ১৫টি। দোকানটিকে স্যানিটাইজার তৈরি হতো এবং সেখানে স্যানিটাইজার তৈরির সরঞ্জাম মজুত ছিল বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘণ্টা খানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে দোতলার রাখী তৈরির কারখানায়।

আরও পড়ুন-সেই ৫ এপ্রিলের পর রাজ্যে COVID সংক্রমণ ২ হাজারের নীচে, মৃতের সংখ্যা ৫০-র কম

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই জায়গায় রাসায়নিক তৈরি হতো। উপরে রাখী তৈরির কারখানা ছিল। দমকল ঢুকতে সমস্যা হচ্ছে।

ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসুও। আগুন বড় আকার নেওয়ার আগেই রাসায়নিকের দোকানের শাটার কেটে সেখানে ঢোকেন দমকল কর্মীরা। শেষপর্যন্ত রাত দশটার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে কুলিং প্রসেস। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকলকর্মী।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.