বড়বাজারের কলুটোলায় বিধ্বংসী আগুন, ভেঙে পড়ল চার তলা বাড়ির একাংশ
দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে থাকে। বাড়িটি পুরনো হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
নিজস্ব প্রতিবেদন: বড়বাজারের কলুটোয়ায় কাগজের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
শুক্রবার সকালে আচমকাই এলাকার একটি বাড়ির চার তলায় আগুন লাগে। ঘিঞ্ঝি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।
রাস্তা সরু থাকায় ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে থাকে। বাড়িটি পুরনো হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই বাড়ির একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়েছে।
নামেই বসত বাড়ি । ২০ নম্বর হরিণ বাড়ি ফার্স্ট লেনের এই চারতলা বাড়িতে জরির কাজ করা হয়। বাড়ির একাংশ ভাড়া দেওয়া হযেছে প্লাস্টিক চপ্পলের গুদাম ঘর হিসেবে। গিফ্ট প্যাক করার রকমারি কাগজের গুদাম ও আছে ছোট ছোট একচিলতে ঘরে। যে ঘরে গুদাম তারই এক কোনে বসতি। সেখানে পাম্প করা স্টোভে রান্না শুরু করার পর স্টোভ বার্স্ট করে। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আরও পড়ুন: লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকল পুলিস! রণক্ষেত্র দমদম সেন্ট মেরি স্কুল
কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।