রবিবার রাতে বড়বাজারে কাপড়ের গুদামে আগুন!

এদিন বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটের সরু ঘিঞ্জি গলিতে দমকলের ইঞ্জিন‌ই ঢোকাতে পারেনি দমকলকর্মীরা।

Updated By: Feb 10, 2019, 11:01 PM IST
রবিবার রাতে বড়বাজারে কাপড়ের গুদামে আগুন!

নিজস্ব প্রতিবেদন: ফের আগুন বড়বাজারে। রবিবার ছুটির দিন রাতে হঠাত‌্ই আগুন লাগে যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি কাপড়ের গুদামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।  খুব দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে দমকল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু।  

আরও পড়ুন - বাজবে না লাউডস্পিকার, কথা দিয়েও মেট্রো চ্যানেলে ধরনার অনুমতি পেল না কংগ্রেস

এদিন বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটের সরু ঘিঞ্জি গলিতে দমকলের ইঞ্জিন‌ই ঢোকাতে পারেনি দমকলকর্মীরা। রিলে পদ্ধতিতে পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোটা বাড়িটায় একাধিক গোডাউন ছিল বলে জানা গিয়েছে। এমনকী পুলিসের সাথে ব‍্যবসায়ীদের হাতাহাতিও হয়। আগুন নেভানোর পর্যাপ্ত ব‍্যবস্থা নেই তা কার্যত স্বীকারও করে নেন ব‍্যবসায়ীরা। ঘটনাস্থলে এসে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, বারবার বলা সত্ত্বেও দমকলবিধি সঠিকভাবে মানছেন না অনেকেই। অনেক রেসিডেন্সিয়াল বাড়িই ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গলির দুধারে কাপড়ের বস্তা স্তুপ করে রাখা রয়েছে।

.