দমকলের তত্পরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পার্ক স্ট্রিটের কোহিনূর বিল্ডিং-এর

দমকলের তত্পরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে বাঁচল পার্ক স্ট্রিটের কোহিনূর বিল্ডিং। আজ সকালে ১০৫ কোহিনূর বিল্ডিং-এর নীচে একটি চায়ের দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৫টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, কোহিনূর বিল্ডিংয়ের ফায়ার এক্সিট আটকে বেআইনিভাবে চলছিল দোকানটি। দীর্ঘদিন বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দোকানের ভেতর মজুত ছিল বেশ কয়েকটি রান্নার গ্যাস সিলিন্ডার। সেগুলিকে আলাদা করে জল দেন দমকলকর্মীরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কোহিনূর বিল্ডিংয়ের একাংশ। (আরও পড়ুন- ভাড়াটের ছদ্মবেশে রাজ্যে বেআইনি অস্ত্রের কারখানা, সিআইডি অভিযানে পর্দাফাঁস)

Updated By: May 16, 2017, 06:00 PM IST
দমকলের তত্পরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পার্ক স্ট্রিটের কোহিনূর বিল্ডিং-এর

ওয়েব ডেস্ক: দমকলের তত্পরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে বাঁচল পার্ক স্ট্রিটের কোহিনূর বিল্ডিং। আজ সকালে ১০৫ কোহিনূর বিল্ডিং-এর নীচে একটি চায়ের দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৫টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, কোহিনূর বিল্ডিংয়ের ফায়ার এক্সিট আটকে বেআইনিভাবে চলছিল দোকানটি। দীর্ঘদিন বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দোকানের ভেতর মজুত ছিল বেশ কয়েকটি রান্নার গ্যাস সিলিন্ডার। সেগুলিকে আলাদা করে জল দেন দমকলকর্মীরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কোহিনূর বিল্ডিংয়ের একাংশ। (আরও পড়ুন- ভাড়াটের ছদ্মবেশে রাজ্যে বেআইনি অস্ত্রের কারখানা, সিআইডি অভিযানে পর্দাফাঁস)

.