আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে আগুন

আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রায় জনা ৪০ রোগীকে ক্যাসুয়ালটি ব্লক অবজারভেশন ওয়ার্ড থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Updated By: Mar 12, 2020, 04:31 PM IST
আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে আগুন

নিজস্ব প্রতিবেদন : আরজি কর হাসপাতালে আগুন। জরুরি বিভাগে আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দমকলের ৪ থেকে ৫টি আগুন। রোগীদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। হাসপাতালে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম-এর একটি দল।

জানা গিয়েছে, অবজারভেশন ওয়ার্ডের বাইরের দিকে প্লাস্টিকের ছাউনির উপর গ্রিলের ওয়েল্ডিং-এর কাজ হচ্ছিল। বিকেল ৩টে নাগাদ সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে প্লাস্টিকের শেডে। তা থেকেই আগুন লেগে যায়। ধোঁয়া তৈরি হয়। আর তা থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রায় জনা ৪০ রোগীকে ক্যাসুয়ালটি ব্লক অবজারভেশন ওয়ার্ড থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাঁদের সবাইকে আবার ফিরিয়েও আনা হয়।

আরও পড়ুন, 'ডাস্টবিন থেকে তুলে এনে MLA করেছিলাম...কুকুরের মত তাড়াব', মণিরুলকে হুঁশিয়ারি অনুব্রতর

আরও পড়ুন, 'এটা ব্য়ক্তিগত ব্যাপার...' শোভন সম্পর্কে স্পষ্ট জবাব সুব্রতর

প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, প্রায় শতাদিক লোককে অন্যত্র সরানো হয়। রোগীরা আতঙ্কে নিজেরাও বেরিয়ে আসেন। তবে দমকল কর্মীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি থেকেই এই আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল।

.