কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল চারু মার্কেট এলাকায়
আগুনে আতঙ্ক ছড়াল কলকাতার চারু মার্কেট এলাকায়। আজ বিকেলে ৭৭ নম্বর সুলতান আলম রোডের একটি কারখানায় আগুন লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।
Updated By: May 26, 2016, 08:46 PM IST
ওয়েব ডেক্স : আগুনে আতঙ্ক ছড়াল কলকাতার চারু মার্কেট এলাকায়। আজ বিকেলে ৭৭ নম্বর সুলতান আলম রোডের একটি কারখানায় আগুন লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।
জানা গেছে, আজ দুপুরে হঠাই কারখানাটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন এলাকার বাসিন্দারা। দেখতে দেখতেই সেই ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখা দেখা যায় সেখানে। এলাকাটি বসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন সেখানে যায়। পরে আরও পাঁচটি ইঞ্জিনও যায় আগুন নেভাতে।