Panchayet Election: এবছর রাজ্যে নতুন ভোটার ১৩ লক্ষেরও বেশি...
খসড় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ পঞ্চায়েত ভোটের আগে এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।
সুতপা সেন: ভোটারের সংখ্যা বাড়ল রাজ্যে। কত? এবছর নতুন ভোটার ১৩ লক্ষেরও বেশি! শুধু তাই নয়, মহিলা ও পুরুষের অনুপাতও যথেষ্ট আশাব্যঞ্জক। পঞ্চায়েত ভোটের আগে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
রাজ্য়ে পঞ্চায়েতগুলির মেয়াদ শেষের মুখে। ভোট কবে? কমিশন সূত্রে খবর, দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে মার্চ-এপ্রিলেই ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্রেফ ২২ জেলায় আসন পুনর্বিন্যাসের তালিকা নয়, পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদল বৈঠকও সেরে ফেলেছে কমিশন। নভেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা
-----
মোট ভোটার- ৭ কোটি ৫২ লক্ষ
নতুন ভোটার-১৩ লক্ষ ৩৩ হাজার
তালিকা থেকে নাম বাদ-৮ লক্ষ ৬৩ হাজার ৭৫৩
তালিকা থেকে কাদের নাম বাদ? কমিশন সূত্রে খবর, যাঁরা মৃত, তাঁদের নাম আর ভোটার তালিকা রাখা হয়নি। বাদ গিয়েছে যাঁরা ভিনরাজ্য চলে গিয়েছেন, তাঁদের নামও। কিন্তু তারপরেও রাজ্যে ভোটার সংখ্যা বৃদ্ধির হার ১.২৪ শতাংশ। তালিকায় পুরুষ ও মহিলা অনুপাত ৯৬৩। অর্থাৎ প্রতি হাজার জন ভোটারের মধ্যে ৯৬৩ জন মহিলা।
এদিকে পঞ্চায়েত ভোটের রোস্টারে বেনিয়মে অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন শুভেন্দু অধিকারী। আদালতে বিরোধী দলনেতার আর্জি,'মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি বা দিনক্ষণ ঘোষণা না করা হয়'। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নির্দেশ, '৯ জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন'। সঙ্গে পর্যবেক্ষণ, 'কমিশন দ্রুততার সাথে এমন কিছু করবে না, যাতে নির্বাচনে ত্রুটি থেকে যায়'।