বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করায় গ্রেফতার পিতা-পুত্র

বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করেছিলেন বেহালার সাহাপুরের বাসিন্দা তপন পুততুণ্ড ও তাঁর ছেলে সম্রাট। তার জেরেই চুড়ান্ত হেনস্থার শিকার হলেন তাঁরা।

Updated By: Aug 25, 2012, 06:06 PM IST

বেআইনি প্রোমোটিংয়ের প্রতিবাদ করেছিলেন বেহালার সাহাপুরের বাসিন্দা তপন পুততুণ্ড ও তাঁর ছেলে সম্রাট। তার জেরেই চুড়ান্ত হেনস্থার শিকার হলেন তাঁরা।
বাবা ও ছেলের বিরুদ্ধে মাওবাদী যোগ থাকার ওভিযোগ। তোলা হয় এলাকায় তোলাবাজি চালানোর অভিযোগও। ওই অভিযোগে তপনবাবু ও তাঁর ছেলে সম্রাটের বিরুদ্ধে আদালতে মামলাও করেন এক প্রমোটার। এরপরই আদালতের নির্দেশে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিস। প্রাক্তন সরকারি কর্মী বাবা ও নামী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছেলেকে এখন হাজতবাস করতে হচ্ছে।
আগামী সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে। প্রতিবেশীদের মতে দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে সরব ছিলেন তপন পুততুণ্ড ও তাঁর ছেলে। তার জেরেই এই হেনস্থা হতে হল তাঁদের। অন্যদিকে নাগরিক কমিটির নাম করে পোস্টার দিয়ে যেভাবে পিতা-পুত্রকে এলাকাছাড়া করার দাবি জানানো হয়েছে, তাতে রাজনৈতিক মদতেরও অভিযোগ উঠছে।

.