প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী প্রয়াত

প্রয়াত হলেন প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী। বয়স হয়েছিল উননব্বই বছর। গতকাল রাতে অক্সফোর্ডে জীবনাবসান হয়েছে তাঁর।  দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

Updated By: Nov 27, 2014, 09:43 PM IST

ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী। বয়স হয়েছিল উননব্বই বছর। গতকাল রাতে অক্সফোর্ডে জীবনাবসান হয়েছে তাঁর।  দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

জন্ম ১৯২৬ সালের আটই মে। ছেলেবেলা থেকেই ইতিহাসকে আপন করে নিয়েছিলেন তপন রায়চৌধুরী।

শিক্ষা জীবন- প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরে প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করে অধ্যাপনা দিয়েই কর্মজীবনের শুরু করেন তপন রায়চৌধুরী। দিল্লি স্কুল অফ ইকনমিক্সে বেশ কিছুদিন অধ্যাপনা করেন। এরপর কর্মক্ষেত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ভারত এবং বাংলার ইতিহাসের প্রামাণ্য তথ্য নিয়ে নিরলস কাজ করে গিয়েছেন তপন রায়চৌধুরী। তাঁর বিখ্যাত রচনা বাঙালনামা পাঠকের কাছে এখনও সমাদৃত। ইতিহাস চর্চায় অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে  সম্মানিত করে ভারত সরকার।

.