ফের জাল ছবির অভিযোগ, এবার ভিক্টোরিয়াতে
ফের জাল ছবির প্রদর্শনী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এবার অভিযোগ উঠেছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশকিছু শিল্পকলা নিয়ে। সরকারি আর্ট কলেজে জাল ছবির প্রদর্শনী যাঁরা ধরে ফেলেছিলেন সেই শিল্পীদেরই অভিযোগ, ভিক্টোরিয়াতেও এমন শিল্পকলা রয়েছে। রাজ্যপালের কাছে তদন্তের দাবিতে স্মারকলিপি দিতে চলেছেন তাঁরা।
ফের জাল ছবির প্রদর্শনী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এবার অভিযোগ উঠেছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশকিছু শিল্পকলা নিয়ে। সরকারি আর্ট কলেজে জাল ছবির প্রদর্শনী যাঁরা ধরে ফেলেছিলেন সেই শিল্পীদেরই অভিযোগ, ভিক্টোরিয়াতেও এমন শিল্পকলা রয়েছে। রাজ্যপালের কাছে তদন্তের দাবিতে স্মারকলিপি দিতে চলেছেন তাঁরা।
তদন্তের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জাল ছবিগুলি শনিবার বাজেয়াপ্ত করল রাজ্য গোয়েন্দা পুলিস। হাই কোর্টের নির্দেশে এই ছবিগুলি রাখা ছিল একজন স্পেশাল অফিসারের হেফাজতে। আর এদিনই আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলল ক্যালকাটা আর্ট ফোরাম। ফোরামের অন্য সদস্যদের উপস্থিতিতে বিশেষজ্ঞ প্রণব রঞ্জন রায় অভিযোগ করেছেন, ভিক্টোরিয়াতেও এমন জাল শিল্পকলা রয়েছে।
এই দাবির কারণেরও ব্যাখ্যা দিয়েছেন তাঁরা। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের জাল ছবির সঙ্গেও এই ঘটনার সম্পর্ক রয়েছে বলে তাঁদের দাবি।
ঘটনার তদন্ত করার জন্য রাজ্যপালের কাছে দাবি জানানো ছাড়াও ফের আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে ক্যালকাটা আর্ট ফোরাম।