Fake Vaccine Case: KMC-র বিশেষ কমিশনারের সই নকল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত

নিউ মার্কেট থানায় অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে FIR।

Updated By: Jun 24, 2021, 09:07 PM IST
Fake Vaccine Case: KMC-র বিশেষ কমিশনারের সই নকল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine Case) প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতা কর্পোরেশেনর (KMC) বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb)। সেই অ্যাকাউন্টে বিভিন্ন সংস্থা থেকে টাকা নিয়েছিলেন অভিযুক্ত। আজ ধৃতের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের হল অভিযোগ।  

জানা গিয়েছে, সরলা মাইক্রো ফিন্যান্স ডেভেলপমেন্ট কোম্পানি থেকেও এক লক্ষের বেশি টাকা নিয়েছিলেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Debanjan Deb)। বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করার বিষয়টি বৃহস্পতিবার বিকেলেই কলকাতা কর্পোরেশনের (KMC) নজরে আসে। এরপরই নিউ মার্কেট থানায় দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়। কেবল টাকা নেওয়াই নয়, বিশেষ কমিশনের সই জাল করে একাধিক সার্কুলারও বের করেছে ধৃত।

পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজের অফিসের দরজায় কলকাতা কর্পোরেশনের সার্কুলারের কায়দায় লেখা পোস্টার লাগিয়ে রাখত অভিযুক্ত। যাতে হঠাৎ করে দেখলে মনে হয়, ওটা কলকাতা কর্পোরেশনের অফিস। এমনকি কলকাতা কর্পোরেশনের (KMC)  টাউন প্ল্যানিং বিভাগের এমন কিছু আধিকারিকের সই জাল করেছে অভিযুক্ত, বাস্তবে যাঁদের কোনও অস্তিত্বই নেই। অর্থাৎ যারা আদতে কলকাতা কর্পোরেশনের (KMC) আধিকারিকই নন।

আরও পড়ুন: টিকার নামে পেটের ওষুধ নেওয়ার পর হাসপাতালে ছুটছেন Mimi, কাল লিভার পরীক্ষা

আরও পড়ুন: আগে উপনির্বাচন করানোর কথা বলুক, পুরভোট সময়মতো ঠিক করে দেব: Mamata

.