Fake Police: এবার গার্ডেনরিচ থেকে জালে ভুয়ো পুলিস

আজ ধৃতকে কোর্টে তোলা হবে।

Updated By: Sep 2, 2021, 10:01 AM IST
 Fake Police: এবার গার্ডেনরিচ থেকে জালে ভুয়ো পুলিস

নিজস্ব প্রতিবেদন: এবার জালে ভুয়ো পুলিস। গার্ডেনরিচ এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম জিয়াউল হক। বয়স ২৭। বৃহস্পতবার ধৃতকে আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেটিয়াব্রুজে। ধৃতের বাইকে পুলিসের লোগো এবং স্টিকার লাগানো ছিল। সন্দেহ হওয়ায় তাকে প্রথমে আটক মেটিয়াব্রুজ থানার পুলিস। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস হওয়ার নথি দেখতে চান অফিসাররা। তবে ধৃত কোনও যথাযথ প্রমাণ না দেখাতে পারায় তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: Post Poll Violence: নদিয়ার চাপড়ায় BJP কর্মী খুনে CBI-র হেফাজতে আরও ২

আরও পড়ুন: Maitreyi Devi: রবীন্দ্র-অতুলপ্রসাদ-সঙ্গ ধন্য এক বিস্মৃত বিদুষী বাঙালিনী মৈত্রেয়ী

পুলিস সূত্রে খবর, ধৃত জিয়াউল হক গার্ডেনরিচ এলাকার বাংলা বস্তির বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলা দায়ের হয়েছে। আজ ধৃতকে কোর্টে তোলা হবে।

.