Exclusive Dilip Ghosh: পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করেন? Zee ২৪ ঘণ্টায় সোজাসাপটা দিলীপ ঘোষ

Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে গোর্খাল্যান্ড নিয়ে উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে তোপ দাগেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি অভিযোগ করেন, গোর্খাল্যান্ডের দাবি জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-তে (GTA) চুক্তি করেছেন।  

Updated By: May 4, 2022, 07:28 PM IST
Exclusive Dilip Ghosh: পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করেন? Zee ২৪ ঘণ্টায় সোজাসাপটা দিলীপ ঘোষ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বারবার পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছেন বিজেপির (BJP) একাধিক নেতা। তাঁদের সেই দাবিকে সমর্থন করেন দিলীপ ঘোষ? Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে সরাসরি সেই প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কখনও সাংসদ জন বার্লা কিংবা সাংসদ রাজু বিস্তা, আবার কখনও বিধায়ক শঙ্কর ঘোষ বা বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। একাধিকবার বিজেপির (BJP) উত্তরবঙ্গের নেতাদের মধ্যে থেকে উঠেছে পৃথক রাজ্যের দাবি। সেই দাবিকে কি সমর্থন করে বিজেপি? সমর্থন করেন দিলীপ ঘোষ? Zee ২৪ ঘণ্টায় সোজাসাপটা উত্তর দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

তাঁর স্পষ্ট জবাব, "বিজেপি কোনওদিন আলাদা রাজ্যের কথা বলেনি। কোনও রেকর্ডে নেই। আমি দলের নেতা হিসেবে তার বিরুদ্ধে যেতে পারি না।" গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে আসা বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিলেও, বিজেপি পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করে না, বলে জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "একাধিক রাজ্যের দাবি রয়েছে। থাকতেই পারে। সারা ভারতে বহু এমন দাবি রয়েছে। কিন্তু আমরা এক ভারত এবং এক পশ্চিমবঙ্গ মনে করি।"

Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে গোর্খাল্যান্ড নিয়ে উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে তোপ দাগেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি অভিযোগ করেন, গোর্খাল্যান্ডের দাবি জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-তে (GTA) চুক্তি করেছেন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.