গো সেবায় প্রশিক্ষণ শিবির এবার রাজ্যেও

গোহত্যা বন্ধের বিরুদ্ধে উত্তরভারতে দীর্ঘদিন ধরেই সক্রিয় গেরুয়া দলগুলি। সেই সংস্কৃতিই এবার পশ্চিমবঙ্গে।

Updated By: Jan 20, 2018, 09:41 PM IST
গো সেবায় প্রশিক্ষণ শিবির এবার রাজ্যেও

অঞ্জন রায়

হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তবে শীতল বাতাসের সঙ্গে উত্তরের সংস্কৃতিও ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশ, গুজরাটের 'গোমাতা'ই এবার এসে পড়েছে এ রাজ্যে। কলকাতা শহরেই এবার হতে চলেছে গো সেবা প্রশিক্ষণ।

গোহত্যা বন্ধের বিরুদ্ধে উত্তরভারতে দীর্ঘদিন ধরেই সক্রিয় গেরুয়া দলগুলি। ইতিমধ্যেই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটে গিয়েছে। গোবলয়ের সেই রীতিই এবার পশ্চিমবঙ্গে। রবিবার বিকেল ৪টেয় স্বভূমিতে গো সেবা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে গো সেবা পরিষদ। তাতে যোগ দেবেন প্রায় পাঁচ হাজার মানুষ। সংগঠনের সচিব মনিট সিং বলেন, ''গরুরও প্রাণ রয়েছে। কীভাবে গরুর যত্ন নিতে হয়, তা শেখানো হবে। গরুকে বেচে না দিয়ে অসুস্থ গরুকে আমাদের কাছে রেখে যান। আমরা সুস্থ করে তুলব।''

আরও পড়ুন- 'মুকুল ভূত' দেখছেন না কি রাজ্য বিজেপি নেতারা?

বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তর ভারতে রামের মতোই গরুকে কেন্দ্র করে জনমানসে আবেগ। বাংলায় তেমনটা আগে ছিল না। রাজনৈতিক মহলের মতে, রাম নবমীর সাফল্যের পর এবার গরুও পুঁজি হয়ে  উঠেছে গেরুয়া শিবিরের। বাংলায় মেরুকরণের রাজনীতিকে হাওয়া দিতেই এবার গরুকে নিয়ে মাঠে নামছে তারা।    
        

.