আলুর জন্য হাহাকার, মুখ্যমন্ত্রী দাম বেঁধে দিয়েছেন আলুর, মহার্ঘ্য অনান্য সবজির ব্যাপারে কেন উদাসীন সরকার, প্রশ্ন আমজনতার

আলুর জন্য হাহাকার বাজারজুড়ে। দাম বেঁধে দেওয়ার পর রাজ্যজুড়ে আলুর আকাল। মুখ্যমন্ত্রী নিজে বেঁধে দিয়েছেন আলুর দাম। কিন্তু অন্যান্য সবজি কী দোষ করল? প্রশ্ন আমজনতার। গত প্রায় ছয় মাস ধরে সবজি ও মাছের যা দাম, তা বারবার সংকটে ফেলেছে মধ্যবিত্তকে। সেগুলির দাম কমানোর ব্যাপারে সেভাবে কোনও সরকারি উদ্যোগও নেই। তাহলে কি দাম আর কোনওদিনই কমবে না?

Updated By: Nov 9, 2013, 06:31 PM IST

আলুর জন্য হাহাকার বাজারজুড়ে। দাম বেঁধে দেওয়ার পর রাজ্যজুড়ে আলুর আকাল। মুখ্যমন্ত্রী নিজে বেঁধে দিয়েছেন আলুর দাম। কিন্তু অন্যান্য সবজি কী দোষ করল? প্রশ্ন আমজনতার। গত প্রায় ছয় মাস ধরে সবজি ও মাছের যা দাম, তা বারবার সংকটে ফেলেছে মধ্যবিত্তকে। সেগুলির দাম কমানোর ব্যাপারে সেভাবে কোনও সরকারি উদ্যোগও নেই। তাহলে কি দাম আর কোনওদিনই কমবে না?
আশঙ্কায় রাজ্যবাসী। আলুর দামে রাশ টানার মরিয়া চেষ্টায় সরকার। বাকি সবজির ক্ষেত্রে সরকার নিশ্চুপ কেন? প্রশ্ন আমজনতার। সবজির দামে আগুন লেগেছে বছরখানেক আগে।  হাতে গোণা সরকারি কাউন্টার থেকে সাকুল্যে তিন-চার দিন সবজি বিক্রি হয়েছে। কিন্তু তারপর আর কোনও উদ্যোগই চোখে পড়েনি। বাজারে এনফোর্সমেন্টের অফিসাররা এসে আলুর দাম নিয়ে খবরদারি করছেন। কিন্তু সবজির চড়া দাম সত্ত্বেও তাঁরা নীরব।
 
শেখ হাসিমুল, সবজি বিক্রেতা, মানিকতলা বাজার
 
২৯১২-এর নভেম্বরের সঙ্গে ২০১৩-এর নভেম্বরের সবজির দামের তুলনা করলেই বোঝা যায়, সবজির দাম নিয়ন্ত্রণ নিয়ে সরকারের তেমন মাথাব্যাথা নেই।
 
গত বছর পটল ছিল ২৫ টাকা। এবছর ৫০।
ঢ্যাঁড়শ ছিল ৩০। বাড়তে বাড়তে ৮০।
লাউ ছিল ৩০। বেড়ে ৬০।
পেঁপে ১০ থেকে বেড়ে ১৫।
উচ্ছে ৪০ থেকে বেড়ে ৭০।
লঙ্কা ৪০ থেকে বেড়ে ১০০ ছুঁয়ে এখন ৭০।
টমেটো ছিল ৩০। এখন ৬০।
বেগুন ২০ টাকা থেকে একলাফে ৫০।
শসা ১০ থেকে বেড়ে ২০।
 
মাছেভাতে বাঙালির পাতেও আমিষ বাড়ন্ত। চড়া দামের ঠেলায় মাছের বাজারে ঢোকাই দায়।
 
বাপ্পা সাঁতরা, মাছ বিক্রেতা, মানিকতলা বাজার
 
গতবছর রুই মাছ ছিল ২৫০ টাকা। এবছর ৪০০।
কাতলা ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০।
পাবদা ৩০০ থেকে বেড়ে ৫০০।
ট্যাংরা ৩৫০ থেকে বেড়ে ৫০০।
পমফ্রেট ছিল ৪০০। এখন ৬৫০।
পারশে ৩০০ থেকে বেড়ে ৪০০।
আড় ৩০০ থেকে বেড়ে ৪০০।
তেলাপিয়া ৮০র বদলে এখন ১২০।
 
মনোজ মজুমদার, ক্যাটারিং ব্যবসায়ী
 
এই দুর্মূল্যের বাজারে বিশ্বাসঘাতকতা করেছে ডিমও।
 
গতবছর পোলট্রির ডিমের দাম ছিল ২ টাকা ৫০। এখন ৫ টাকা।
দেশি মুরগির ডিম ৫ থেকে বেড়ে ৭।
হাঁসের ডিমও ৫ থেকে বেড়ে ৭।
 

.