নারদ কাণ্ডে প্রথম গ্রেফতারি, হেফাজতে আইপিএস আধিকারিক এস এম এইচ মির্জা

বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসারকে। সূত্রের খবর, এস এম এইচ মির্জাকে নগর দায়রা আদালতে আনা হচ্ছে। 

Updated By: Sep 26, 2019, 03:41 PM IST
নারদ কাণ্ডে প্রথম গ্রেফতারি, হেফাজতে আইপিএস আধিকারিক এস এম এইচ মির্জা

নিজস্ব প্রতিবেদন : নারদ কাণ্ডে গ্রেফতার আইপিএস অফিসার এস এম এইচ মির্জা। এই প্রথম নারদ মামলায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। জিজ্ঞাসাবাদে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসারকে। সূত্রের খবর এস এম এইচ মির্জাকে নগর দায়রা আদালতে আনা হচ্ছে। 

 

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে গোছা গোছা টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জা সঙ্গে দেখা করেছিলেন তিনি। 

.