এনসেফ্যালাইটিসের থাবা বাড়ছে, ১ জনের মৃত্যু দমদম পুর হাসপাতালে

মারণ জ্বরের থাবা থেকে রেহাই নেই রাজ্যের।  মৃতের সংখ্যা বাড়ছেই। আজ  দমদম পুর হাসপাতালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এনসেফ্যালাইটিসের সংক্রমণ নিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে, রাজ্যে এখনও পর্যন্ত এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো আটান্ন। কোচবিহারে এদিন অজানা জ্বরে মারা গিয়েছেন এক জন।

Updated By: Aug 10, 2014, 08:40 PM IST
এনসেফ্যালাইটিসের  থাবা বাড়ছে, ১ জনের মৃত্যু দমদম পুর হাসপাতালে

দমদম: মারণ জ্বরের থাবা থেকে রেহাই নেই রাজ্যের।  মৃতের সংখ্যা বাড়ছেই। আজ  দমদম পুর হাসপাতালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এনসেফ্যালাইটিসের সংক্রমণ নিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে, রাজ্যে এখনও পর্যন্ত এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো আটান্ন। কোচবিহারে এদিন অজানা জ্বরে মারা গিয়েছেন এক জন।

দক্ষিণবঙ্গে খিঁচুনি জ্বরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তি কাঁচরাপাড়ার বাসিন্দা বিশ্বজিত্ কর। রবিবার সকালে দমদম পুর হাসপাতালে অ্যাকিউট এনসেফ্যালাইটিক সিনড্রোমে মারা যান তিনি। ছাব্বিশ জুলাই জ্বর, মাথাব্যথা নিয়ে ভর্তি হন তিনি।অবস্থার অবনতি হওয়ায় আঠাশ জুলাই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এদিন সকালে মারা যান তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালেও মৃত্যুর বিরাম নেই। মারণ জ্বরে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে, কোচবিহারে অজানা জ্বরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম শ্যামল বর্মণ। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকার বাসিন্দা শ্যামল বর্মণ শনিবার জ্বর নিয়ে ভর্তি হন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে মৃত্যু হয় শ্যামলের। রক্ত পরীক্ষা না হওয়ায় তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে তাঁর শরীরিক উপসর্গ থেকে এনসেফ্যালাইটিস হয়েছিল বলে অনুমান পরিবারের। এনসেফ্যালাইটিস, ডেঙ্গু, ম্যালেরিয়ায় জেরবার রাজ্য। একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিক কতটা তৈরি রাজ্যের স্বাস্থ্য দফতর, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

.