ফের তৃণমূলের আক্রোশে কমিশন, হাওড়ায় প্রকাশ্যে হেনস্থা কমিশনের কর্মীকে

হাবড়াকাণ্ডের পর এবার মধ্য হাওড়ার কাসুন্দিয়ায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন খুলতে গিয়ে হেনস্থার শিকার হলেন নির্বাচন কমিশনের হাওড়ার এক কর্মী। তাঁর নাম সৌমেন আচার্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ কাসুন্দিয়ার বিভিন্ন সরকারি ভবন এবং ল্যাম্প পোস্ট থেকে রাজনৈতিক দলগুলির ফ্ল্যাগ-পোস্টার খুলতে যান তিনি। স্বাভাবিক ভাবেই বাদ যায়নি তৃণমূলের ব্যানার-পোস্টারও।

Updated By: Apr 1, 2014, 04:17 PM IST

হাবড়াকাণ্ডের পর এবার মধ্য হাওড়ার কাসুন্দিয়ায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন খুলতে গিয়ে হেনস্থার শিকার হলেন নির্বাচন কমিশনের হাওড়ার এক কর্মী। তাঁর নাম সৌমেন আচার্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ কাসুন্দিয়ার বিভিন্ন সরকারি ভবন এবং ল্যাম্প পোস্ট থেকে রাজনৈতিক দলগুলির ফ্ল্যাগ-পোস্টার খুলতে যান তিনি। স্বাভাবিক ভাবেই বাদ যায়নি তৃণমূলের ব্যানার-পোস্টারও।

কিন্তু আচমকাই তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে ধরে প্রশ্ন করেন, সিপিআইএম বা অন্য দলগুলি ছাড়া কেন শুধু বেছে বেছে তৃণমূলের পোস্টার-ব্যানারই খোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, সৌমেন আচার্য নিজের পরিচয়পত্রও দেখাতে পারেননি। রাস্তাতেই তাঁকে দীর্ঘক্ষণ ঘিরে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে শিবপুর থানার পুলিস। পৌছন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

তাঁরা জানান, সৌমেনবাবু তাঁদেরই কর্মী। তাঁকে আজ এসডিও অফিস থেকে ওই কাজে পাঠানো হয়েছিল। গোটা ঘটনার ছবি তুলতে গিয়ে এক চিত্র সাংবাদিক তৃণমূলের কর্মী-সমর্থকদের হেনস্থার শিকার হন বলেও অভিযোগ।

.