ভোটের জেলাবিন্যাসে সহমত নেই রাজ্য-কমিশনের
কমিশন-রাজ্য বৈঠকের পরেও পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা থেকেই গেল। তৃতীয় দফার ভোটগ্রহণের দিন পরিবর্তন করলেও, জেলাবিন্যাস নিয়ে পুরনো অবস্থানেই অনড় রাজ্য। একইসঙ্গে হাওড়ায় ভোট সংক্রান্ত সমস্যারও কোনও সমাধানসূত্র বেরোয়নি।
কমিশন-রাজ্য বৈঠকের পরেও পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা থেকেই গেল। তৃতীয় দফার ভোটগ্রহণের দিন পরিবর্তন করলেও, জেলাবিন্যাস নিয়ে পুরনো অবস্থানেই অনড় রাজ্য। একইসঙ্গে হাওড়ায় ভোট সংক্রান্ত সমস্যারও কোনও সমাধানসূত্র বেরোয়নি।
রাজ্য সরকারের তরফে আজ নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছেও। বিজ্ঞপ্তিতে পঞ্চায়েত ভোটে তৃতীয় দফার ভোটগ্রহণ ১০ জুলাইয়ের পরিবর্তে ৯ জুলাই করার কথা জানিয়েছে রাজ্য সরকার। ১০ জুলাই রথযাত্রা এবং সম্ভবত রমজান মাস শুরুর কথা থাকায় ওই তারিখ নিয়ে আপত্তি জানিয়েছিল একাধিক রাজনৈতিক দল। যদিও জেলা বিন্যাস নিয়ে অনড় রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটের জেলাবিন্যাস ৯-৪-৪ই রাখা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে।