আজ খুশির ইদ, চলছে প্রার্থনা

রামজানের উপবাস শেষ। আজ খুশির ইদ। সকাল থেকেই মসজিদে মসজিদে চলছে প্রার্থনা। প্রার্থনা শেষে একে ওপরকে আলিঙ্গন। ইদ উপলক্ষ্যে আজ রেড রোডের নামাজে অংশ নেবেন তিন থেকে চার লক্ষ মানুষ। নামাজ শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পবিত্র ইদের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি আজ সকাল থেকে দিল্লির জামা মসজিদেও নামাজ পড়েন  বহু মানুষ।

Updated By: Aug 9, 2013, 08:58 AM IST

রামজানের উপবাস শেষ। আজ খুশির ইদ। সকাল থেকেই মসজিদে মসজিদে চলছে প্রার্থনা। প্রার্থনা শেষে একে ওপরকে আলিঙ্গন। ইদ উপলক্ষ্যে আজ রেড রোডের নামাজে অংশ নেবেন তিন থেকে চার লক্ষ মানুষ। নামাজ শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পবিত্র ইদের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি আজ সকাল থেকে দিল্লির জামা মসজিদেও নামাজ পড়েন  বহু মানুষ।

বাণিজ্য নগরী মুম্বইতেও দেখা গিয়েছে একই ছবি। দেশের অন্যান্য শহরেও চলছে নামাজের প্রার্থনা।  

Tags:
.