'মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফেব্রুয়ারিতেই কাটবে জট', আশাবাদী SLST প্রার্থীরা
বিকাশ ভবনে ফের চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বৈঠকে হাজির তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'যাবতীয় আইন ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে'। বিকাশবনে ফের SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা বললেন, 'আমরা আশা করছি, খুব দ্রুত নিয়োগপত্র নিয়ে বাড়ি যাব। ১ ফেব্রুয়ারির মধ্যে একটা জায়গা পৌঁছাব'।
আরও পড়ুন: P. C. Sorkar Junior: চিটফান্ড মামলায় তলব ইডির, সিজিওতে 'জাদু সম্রাট' পি সি সরকার জুনিয়র!
হাজার দিন পার। কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনা চলছে এখনও। নিয়োগ কবে? বুধবার প্রথমে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন SLST-র চাকরি প্রার্থীরা।
এর আগে, ধরনার হাজারতম দিনে ন্যাড়া হয়ে সেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে দিয়েছিলেন রাসমণি পাত্র নামে এক আন্দোলনকারী। সেদিনই আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুধু তাই নয়, তাঁরই মধ্যস্থতায় ১১ ডিসেম্বর বিকাশভবনে চাকরিপ্রার্থীদের বৈঠকও করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফের বৈঠক হল আজ, শুক্রবার।
আরও পড়ুন: Local Train Cancel: দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা, বাতিল ৬৫ লোকাল ট্রেন...
বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা বলেন, 'নিয়োগ সংক্রান্ত বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হল। মূল বিষয় ছিল, আমাদের নিয়োগ করবে হবে? বা নিয়োগ প্রক্রিয়া অগ্রগতি কতটা হয়েছে? আমরা যে জানতে পারলাম বা বুঝতে পারলাম, যাবতীয় আইন ব্যবস্থাক সম্মান জানিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুত নিয়োগপত্র নিয়ে বাড়ি যাব। আজকে একটা কথা ছিল কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাব। মোটামুটি একটা তারিখ পেয়েছে। ১ ফেব্রুয়ারির মধ্যে একটা জায়গা পৌঁছাব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)