শিক্ষাসংসদে নিয়োগ ঘিরে বিতর্কে শিক্ষামন্ত্রী
উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদে এক ব্যক্তির নিয়োগকে ঘিরে বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী। অভিযোগ, সংসদের সভাপতির আপ্তসহায়ক পদে নিয়োজিত হয়েছেন অষ্টমশ্রেণি পাস করা এক ব্যক্তি।
Updated By: Dec 1, 2011, 11:38 PM IST
উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদে এক ব্যক্তির নিয়োগকে ঘিরে বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী। অভিযোগ, সংসদের সভাপতির আপ্তসহায়ক পদে নিয়োজিত হয়েছেন অষ্টমশ্রেণি পাস করা এক ব্যক্তি। শিক্ষামন্ত্রীর নাটকের দলের সঙ্গে যুক্ত এই ব্যক্তি। যদিও শিক্ষামন্ত্রীর দফতরের তরফে পাল্টাদাবি, আপ্তসহায়ক পদের জন্য শিক্ষাগতযোগ্যতা নয়,বিবেচ্য বিশ্বাসযোগ্যতাই। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্যেই তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে দফতরসূত্রে।