Recruitment Scam: নিয়োগ দুর্নীতি তদন্তে আজ ইডির মুখোমুখি হতে পারেন সায়নী, তৈরি প্রশ্নপত্র

Saayoni Ghosh: ইডির তলবে আজ সিজিওতে যাবেন সায়নী। শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে মুখোমুখি হবেন তদন্তকারীদের সঙ্গে। খবর তৃণমূল যুব নেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে।  

Updated By: Jun 30, 2023, 10:11 AM IST
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি তদন্তে আজ ইডির মুখোমুখি হতে পারেন সায়নী, তৈরি প্রশ্নপত্র
ফাইল ছবি

বিক্রম দাস: ইডির নোটিস পাওয়ার পর তদন্তকারীদের মুখোমুখি হবেন সায়নী ঘোষ। শুক্রবার সিজিও কমপ্লেক্সে মুখোমুখি হবেন তৃণমূল যুব সভাপতি। সায়নী ঘোষ ঘনিষ্ঠমহল সূত্রে এমনই খবর। তবে সূত্রের খবর, এদিন সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১ মহিলা আধিকারিক-সব ৪ জন অফিসার থাকবেন। ইডি সায়নীর কাছে জানতে চায়, কুন্তল ঘোষের জন্য সায়নীর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না!

আরও পড়ুন, মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশন এখনও ঝুলে! উত্তরের অপেক্ষায় নবান্ন

আর্থিক লেনদেনের নেপথ্যে কী কারণ? এমনকী সম্পত্তি কেনা-বেচা নিয়ে কুন্তলের সঙ্গে সায়নীর কোনও যোগাযোগ আছে কিনা তাও জানতে চায় তদন্তকারী অফিসাররা। একটি গাড়ি সায়নীকে কি দিয়েছিলেন কুন্তল, এই তথ্যেরও সত্যতা জানতে চান ইডি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কুন্তলের ভূমিকা ছিল তা কি জানতেন সায়নী। তৃণমূলের যুব নেত্রী কি কুন্তলের মাধ্যমে কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কিনা জানতে চান তারা। সম্পত্তির বদলে কুন্তল কোনও সুবিধা পেয়েছিলেন কিনা, এমন প্রশ্নই আসতে পারে সায়নীর দিকে। 

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নাম জড়িয়েছে রাজ্যের তাবড় নেতারা। সেই তালিকার নতুন সংযোজন সায়নী ঘোষ। তবে ইডির তলবের পর থেকেই দেখা পাওয়া যায়নি সায়নীর। সাংবাদিকরা তো বটেই খবর জানাজানি হওয়ার পর থেকে যোগাযোগ করতে পারেননি দলের নেতারাও। বিক্রমগড়ের বাড়িতে তিনি নেই বলেই খবর। 

মঙ্গলবার রাতে জানা যায়, সায়নীকে তলব করেছে ইডি। শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই গরহাজিরা নিয়ে বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'উল্টোরথ ছিল, জগন্নাথ দেবের পুজো ছিল, হয়তো উপোস করেছিলেন। উপোস করে যদি দুর্বল লাগে, তা হলে কী করে প্রচারে যাবে? জেলায় গিয়ে হাঁটতে পারে নাকি?'

আরও পড়ুন, WB Panchayat Election 2023: 'আপনার মেয়ে কন্যাশ্রী পায় তো'? কেন্দ্রীয় বাহিনীর জন্য কৌশল তৃণমূলের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.