Coal Scam: কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে ফের তলব ইডির : সূত্র
ED summons Abhishek Banerjee: দিল্লিতে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে (Coal Scam) ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee)। জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও (Rujira Banerjee)। হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। ইডি সূত্রে এমনই খবর মিলেছে।
ইডি সূত্রে খবর, দিল্লিতে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে। আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য হয়েছে তাঁদের। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগেবার জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও বেশকিছু তথ্য সামনে আসে। সূত্র হাতে আসে ইডির। সেগুলি সম্পর্কে জানার জন্যই ফের তলব করা অভিষেকদের।
ওদিকে এপ্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, "কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূলক রাজনীতি করছে। ইডি, সিবিআই চলেছে, চলছে, চলবে- এ খেলা নিরন্তর। কেন্দ্রীয় সরকারের নির্লজ্জতা প্রমাণ এগুলো। বিরোধী দলগুলির প্রতি প্রতিহিংসা মূলক আচরণ কেন্দ্রের।"
Mamata on Police: পুলিসও মানুষ তাদের সাহস জোগতে চাই, ভুল করলে আইন মেনেই ব্যবস্থা : মমতা