সুদীপ্ত সেনের ছেলেকে গ্রেফতার করল না ইডি, উঠছে প্রশ্ন

সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেনকে গ্রেফতারের সিদ্ধান্ত থেকে কেন পিছিয়ে গেল ইডি? ওড়িশায় সারদা সংক্রান্ত ইডির একটি মামলায় গ্রেফতার করার কথা থাকলেও, শেষ পর্যন্ত শুভজিতকে গ্রেফতার করল না ইডি। খালি হাতেই ফিরলেন ওড়িশায় ইডির তদন্তকারীরা। তা নিয়েই উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার আদালত সুদীপ্ত সেনের ছেলে শুভজিত সেনের জামিন মঞ্জুর করে। নির্ধারিত ষাট দিনের মধ্যে ইডি শুভজিতের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায়, আদালত তাঁকে জামিন দেয়।

Updated By: Jun 20, 2014, 08:43 PM IST

সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেনকে গ্রেফতারের সিদ্ধান্ত থেকে কেন পিছিয়ে গেল ইডি? ওড়িশায় সারদা সংক্রান্ত ইডির একটি মামলায় গ্রেফতার করার কথা থাকলেও, শেষ পর্যন্ত শুভজিতকে গ্রেফতার করল না ইডি। খালি হাতেই ফিরলেন ওড়িশায় ইডির তদন্তকারীরা। তা নিয়েই উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার আদালত সুদীপ্ত সেনের ছেলে শুভজিত সেনের জামিন মঞ্জুর করে। নির্ধারিত ষাট দিনের মধ্যে ইডি শুভজিতের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায়, আদালত তাঁকে জামিন দেয়।

ইডি সূত্রে খবর, তখনই সিদ্ধান্ত হয়, ওড়িশায় সারদা সংক্রান্ত যে মামলা রয়েছে, তাতে গ্রেফতার করা হবে শুভজিতকে। কারণ, সারদা গোষ্ঠীর যে অর্থের হদিশ নেই, তার খোঁজ পেতে, শুভজিতকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন। শুভজিতকে জিজ্ঞাসাবাদ করেই গত সপ্তাহে তদন্তকারীরা নতুন সত্তরটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, ওড়িশায় ইডির তদন্তকারীরা কলকাতায় আসেন। ঠিক হয়, জামিনে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরনো মাত্র শুভজিতকে ফের গ্রেফতার করা হবে। শুভজিতের যেদিন জামিন মঞ্জুর হয়, সেদিনই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন ইডির স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তা। সূত্রের খবর, গত চব্বিশে মে ইডির আধিকারিক দেবব্রত ঝায়ের বিরুদ্ধে করা সুদীপ্ত সেনের এফআইআর নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। এর আগে দেবব্রত ঝায়ের বিরুদ্ধে একটি নথিতে পুরনো তারিখে সই করিয়ে নেওয়ার অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। ইডির আধিকারিকদের আশঙ্কা, সারদা তদন্তকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং ইডির মধ্যে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তাতে সুদীপ্ত সেনের অভিযোগের প্রেক্ষিতে দেবব্রত ঝা গ্রেফতারও হয়ে যেতে পারেন। তা এড়াতেই কী শুভজিতকে গ্রেফতারের সিদ্ধান্ত থেকে সরে এল ইডি?

.