সারদাকাণ্ডে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল ইডি
মুম্বই:সারদাকাণ্ডে অভিনেতা এবং তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
মুম্বই:সারদাকাণ্ডে অভিনেতা এবং তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন মুম্বইয়ের ইডি দফতরে প্রায় ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সারদাগোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সূত্রে তাঁর সঙ্গে সারদাগোষ্ঠীর কী আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়ে জানতে চান ইডির তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, মিঠুন চক্রবর্তী সারাদাগোষ্ঠীর সঙ্গে তাঁর চুক্তির বিষয়ে বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, চুক্তি মোতাবেক সারদাগোষ্ঠীর কাছে এখনও ২৪ লক্ষ টাকা পাওনা রয়েছে তাঁর। জিজ্ঞাসাবাদে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন ইডির তদন্তকারীরা। এরপর কিছু নথিপত্র দেখা ছাড়া তাঁকে আর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে না বলে মনে করছেন তাঁরা। এদিন জিজ্ঞাসাবাদের সময় ইডির মুম্বইয়ের আধিকারিকেরা ছাড়াও হাজির ছিলেন কলকাতার এক আধিকারিকও।