সারদাকাণ্ডে পুরসভার যোগ খতিয়ে দেখতে কংগ্রেস কাউন্সিলারকে তলব করল ইডি

সারদাকাণ্ডে কলকাতা পুরসভার যোগ আছে কিনা খতিয়ে দেখতে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে তলব করল ইডি। সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সুদীপ্ত সেনকে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে মেয়রের মদতে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রকাশ উপাধ্যায়। তারপরই কংগ্রেস কাউন্সিলরকে জেরার সিদ্ধান্ত নিল ইডি।

Updated By: May 3, 2014, 06:55 PM IST

সারদাকাণ্ডে কলকাতা পুরসভার যোগ আছে কিনা খতিয়ে দেখতে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে তলব করল ইডি। সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সুদীপ্ত সেনকে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে মেয়রের মদতে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রকাশ উপাধ্যায়। তারপরই কংগ্রেস কাউন্সিলরকে জেরার সিদ্ধান্ত নিল ইডি।

চারশো পঞ্চান্ন নম্বর ডায়মন্ড হারবার রোড। এই একটি ঠিকানাতেই সুদীপ্ত সেনের নামে উনসত্তরটি ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভার নথিতে দেখা যাচ্ছে..২০১০ থেকে ২০১৩-এর মধ্যে ৪৫৫ নং ডায়মন্ডহারবার রোডের ঠিকানায় সারদার বিভিন্ন কোম্পানির নামে একাধিক ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। প্রতিক্ষেত্রেই মালিকের নাম সুদীপ্ত সেন।

কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীনই এবিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রকাশ উপাধ্যায়। এনিয়ে মেয়রের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছিল তাঁর সারদাকাণ্ডে তদন্ত জোরদার হতেই এপ্রিলের ২৫ তারিখ ইডির দফতরে হাজির হন প্রকাশ উপাধ্যায়। এই সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেন ইডি-র গোয়েন্দাদের হাতে।

প্রকাশ উপাধ্যায়ের জমা দেওয়া নথি খতিয়ে দেখে এবার তাঁকে জেরার করার সিদ্ধান্ত নিল ইডি। আগামী সোমবার বেলা বারোটায় তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফোনো

কংগ্রেস কাউন্সিলরকে জেরা করে এই সংক্রান্ত বেশকিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডির গোয়েন্দারা।

.