গবেষণার পর আপনার এলাকা ভূমিকম্পে কতটা বিপজ্জনক? মিলিয়ে নিন

পৃথিবীর উপর এত অত্যাচার শুরু হয়েছে যে, আমাদের প্রিয় পৃথিবীও এখন অস্বাভাবিক আচরণ করছে মাঝে-মাঝে। ভূমিকম্পের পরিমাণ এবং ব্যাপ্তি হঠাত্‍ই যেন বেড়ে গিয়েছে অনেকটা। এখন প্রায়ই দুলে উঠছে পায়ের নিচের মাটি। কখনও উত্‍সস্থল নেপাল, কখনও বা আফাগানিস্থান। কিন্তু রক্ষা পাচ্ছি আমরাও বা কোথায়! ঠিক আঁচ পাচ্ছি আমরা। আচ্ছা, কলকাতায় হঠাত্‍ করে একটু বড়সড় ভূমিকম্প হলে, কে কেমন অবস্থায় থাকব? ভৌগলিকভাবে গবেষণা করে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে সেই রিপোর্টটিই নিচে দেওয়া হল। কলকাতার ১০ টি জায়গাতে ভূমিকম্প প্রবণতার হিসেবে ভাগ করে দেওয়া হল। দেখে নিন, আপনার এলাকা কেমন জায়গায় পড়ল? সেটা কী আপনার বেঁচে থাকার জন্য খুব চিন্তার কারণ? মিলিয়ে নিন।

Updated By: Feb 23, 2016, 03:38 PM IST
গবেষণার পর আপনার এলাকা ভূমিকম্পে কতটা বিপজ্জনক? মিলিয়ে নিন

ওয়েব ডেস্ক: পৃথিবীর উপর এত অত্যাচার শুরু হয়েছে যে, আমাদের প্রিয় পৃথিবীও এখন অস্বাভাবিক আচরণ করছে মাঝে-মাঝে। ভূমিকম্পের পরিমাণ এবং ব্যাপ্তি হঠাত্‍ই যেন বেড়ে গিয়েছে অনেকটা। এখন প্রায়ই দুলে উঠছে পায়ের নিচের মাটি। কখনও উত্‍সস্থল নেপাল, কখনও বা আফাগানিস্থান। কিন্তু রক্ষা পাচ্ছি আমরাও বা কোথায়! ঠিক আঁচ পাচ্ছি আমরা। আচ্ছা, কলকাতায় হঠাত্‍ করে একটু বড়সড় ভূমিকম্প হলে, কে কেমন অবস্থায় থাকব? ভৌগলিকভাবে গবেষণা করে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে সেই রিপোর্টটিই নিচে দেওয়া হল। কলকাতার ১০ টি জায়গাতে ভূমিকম্প প্রবণতার হিসেবে ভাগ করে দেওয়া হল। দেখে নিন, আপনার এলাকা কেমন জায়গায় পড়ল? সেটা কী আপনার বেঁচে থাকার জন্য খুব চিন্তার কারণ? মিলিয়ে নিন।

১) রাজারহাট - মারাত্মক বিপজ্জনক।

২) নিউটাউন - মারাত্মক বিপজ্জনক।

৩) সল্টলেক - মাকাত্মক বিপজ্জনক।

৪) শ্যামবাজার - যথেষ্ঠ বিপজ্জনক।

৫) বেলুড় - যথেষ্ঠ বিপজ্জনক।

৬) পার্কস্ট্রিট - যথেষ্ঠ বিপজ্জনক।

৭) আলিপুর - যথেষ্ঠ বিপজ্জনক।

৮) কালীঘাট - মাঝারি বিপজ্জনক।

৯) দমদম - মাঝারি বিপজ্জনক।

১০) রাজডাঙা - মাঝারি বিপজ্জনক।

.