দমদম পার্কের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের পিছনে যে জমি বিবাদ, তা কার্যত মেনে নিলেন স্থানীয় কাউন্সিলর
দমদম পার্কে হরিচাঁদ পল্লির ঝুপড়িতে অগ্নিকাণ্ডের পিছনে যে জমি নিয়ে অশান্তি, তা কার্যত মেনে নিলেন স্থানীয় কাউন্সিলর। তবে ক্ষতিগ্রস্তরা স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিত ওরফে বাবাই বিশ্বাসের নাম করলেও, সে প্রসঙ্গে এড়িয়ে যান তিনি। দমদম পার্কের হরিচাঁদ পল্লির আগুনে অন্তর্ঘাতের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন বিধাননগরের মেয়র। তবে রবিবার স্থানীয় কাউন্সিলর শম্পা চক্রবর্তী জমি নিয়ে গণ্ডগোলের বিষয়টি উড়িয়েও দেননি। বিশ্বজিত ওরফে বাবাই বিশ্বাস পূর্ণেন্দু বসু ও দোলা সেনের ঘনিষ্ঠ। এলাকার তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা হিসাবেই তাঁর পরিচিতি। বাবা বীরেন বিশ্বাস বিধাননগর পুরসভার জল বিভাগের মেয়র পারিষদ। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন বিশ্বজিত। হরিচাঁদ পল্লির আগুনের ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন হরিচাঁদ পল্লীর বাসিন্দারা ব্যস্ত ছিলেন পুড়ে যাওয়া বস্তির মধ্যে নিজেদের জিনিস খুঁজে নেওয়ার কাজে। আপাতত স্থানীয় একটি বিয়েবাড়িতে দুর্গতদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঝুপড়ির জমিতেই তাঁদের বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিধাননগর পুরসভা।
ওয়েব ডেস্ক: দমদম পার্কে হরিচাঁদ পল্লির ঝুপড়িতে অগ্নিকাণ্ডের পিছনে যে জমি নিয়ে অশান্তি, তা কার্যত মেনে নিলেন স্থানীয় কাউন্সিলর। তবে ক্ষতিগ্রস্তরা স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিত ওরফে বাবাই বিশ্বাসের নাম করলেও, সে প্রসঙ্গে এড়িয়ে যান তিনি। দমদম পার্কের হরিচাঁদ পল্লির আগুনে অন্তর্ঘাতের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন বিধাননগরের মেয়র। তবে রবিবার স্থানীয় কাউন্সিলর শম্পা চক্রবর্তী জমি নিয়ে গণ্ডগোলের বিষয়টি উড়িয়েও দেননি। বিশ্বজিত ওরফে বাবাই বিশ্বাস পূর্ণেন্দু বসু ও দোলা সেনের ঘনিষ্ঠ। এলাকার তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা হিসাবেই তাঁর পরিচিতি। বাবা বীরেন বিশ্বাস বিধাননগর পুরসভার জল বিভাগের মেয়র পারিষদ। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন বিশ্বজিত। হরিচাঁদ পল্লির আগুনের ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন হরিচাঁদ পল্লীর বাসিন্দারা ব্যস্ত ছিলেন পুড়ে যাওয়া বস্তির মধ্যে নিজেদের জিনিস খুঁজে নেওয়ার কাজে। আপাতত স্থানীয় একটি বিয়েবাড়িতে দুর্গতদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঝুপড়ির জমিতেই তাঁদের বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিধাননগর পুরসভা।