মোটা অঙ্কের বিল না মেটানোয় ছাড়া হল না মৃতদেহ, অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

পরিবার জানিয়েছে, হাসপাতালের তরফে বলা হয়েছে, সম্পূর্ণ বিল না মেটালে দেহ দেওয়া হবে না।

Updated By: Nov 19, 2020, 09:04 AM IST
মোটা অঙ্কের বিল না মেটানোয় ছাড়া হল না মৃতদেহ, অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: কোভিড চিকিৎসায় বিরাট অঙ্কের বিল। সম্পূর্ণ বিল না মেটানোয় মৃতদেহ দেওয়া হয়নি পরিবারকে। এমনই অভিযোগ উঠেছে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।    

কোভিড আক্রান্তে মৃতদেহ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। হাওড়ার মল্লিক ফটকের বাসিন্দা পিঙ্কি শর্মাকে ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানার অন্তর্গত ডিশান হাসপাতলে চলতি মাসের ১ তারিখে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এরপর ১৭দিনের মাথায়, গতকাল পিঙ্কি শর্মার মৃত্যু হয়। কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তাদের রোগীর। মাত্র এই কয়েকদিনে ৯ লক্ষ ৮১ হাজার টাকার বিল করেছে হাসপাতাল। পরিবার ২ লক্ষ ৮১ হাজার টাকা মিটিয়ে দিয়েছে। কিন্তু তার পরও দেহ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পরিবারের তরফে। পরিবার জানিয়েছে, হাসপাতালের তরফে বলা হয়েছে, সম্পূর্ণ বিল না মেটালে দেহ দেওয়া হবে না।

Tags:
.