শহরে নেট পরিষেবা ব্যাহত, দুশ্চিন্তার ভাঁজ অ্যাব-ক্যাব চালকদের কপালে
সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে অ্যাব-ক্যাব চালকরা। কবে এই সমস্যা মিটবে সেই প্রশ্নই ঘুরছে চালকদের মুখ মুখে।
নিজস্ব প্রতিবেদন: অ্যাব-ক্যাব চালকদের দুর্ভোগ অব্যাহত। বিভিন্ন এলাকায় ইন্টানেট পরিষেবা না থাকায় বুকিং পাচ্ছেন না চালকরা। আর এই সমস্যা জারি শনিবারেও। এর জেরে লোকসানের মুখে পড়েছেন অ্যাব-ক্যাব মালিকরা। চালকরা জানাচ্ছেন, অনেকে সকাল থেকে গাড়ি নিয়ে বেরিয়েও বুকিং পাচ্ছেন না তাঁরা।
অন্যদিকে গ্রাহকরা জানাচ্ছেন ফোনে অনেক কষ্টে গাড়ি পেলেও নেট বিচ্ছিন্ন হয়ে তা সঙ্গে সঙ্গে অফ লাইন মোডে চলে যাচ্ছে। আর এতেই চরম ভোগান্তির মুখে দু-তরফই।
আরও পড়ুন: বড়দিনের আগে ধুন্ধুমার ব্যাটিং শীতের, শৈত্যপ্রবাহের সতর্কতা একাধিক জেলায়
যাঁরা ইএমআইতে গাড়ি কিনেছেন মাস গেলে সেই টাকা দিতে হয় এই রোজগার থেকেই। সেখানে নেট সমস্যার জেরে টাকা তো রোজগার হচ্ছেই না এমনকী নেটওয়ার্ক খোঁজার জন্য লোকেশন বদলে গাড়ি নিয়ে এদিক ওদিক যেতেও প্রচুর তেল পুড়ছে। আর সেই টাকাও দিতে হচ্ছে চালকদের পকেট থেকেই। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে অ্যাব-ক্যাব চালকরা। কবে এই সমস্যা মিটবে সেই প্রশ্নই ঘুরছে চালকদের মুখ মুখে।