বাংলা বাজার দখলের লক্ষ্যে দোহা ব্যাঙ্ক

Updated By: Jul 10, 2015, 05:34 PM IST
বাংলা বাজার দখলের লক্ষ্যে দোহা ব্যাঙ্ক

আরবের ব্যাঙ্ক এবার কলকাতায়। লক্ষ্য বাংলার বাজার দখল। কলকাতায় শাখা খুলতে চলেছে দোহা ব্যাঙ্ক।  কম সুদে ঋণ দিয়ে বাংলার বাজার ধরাই  লক্ষ্য।  অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকের পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দোহা ব্যাঙ্ক কর্তৃপক্ষ।এবার ভারতের বাজারকে পাখির চোখ করছে দোহা ব্যাঙ্ক।

মুম্বই, চেন্নাইয়ের পর এই লক্ষ্যে নতুন সংযোজন কলকাতা। আরব দুনিয়ার এই ব্যাঙ্ক মনে করছে, ভারতের বাজার তুলনায় অনেকটাই স্থিতিশীল। তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ছবিটা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভাল। এই শিল্পে ঋণের প্রয়োজনীয়তা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চাইছে দোহা ব্যাঙ্ক। কম সুদে ঋণ দিয়ে বাজার ধরা এটাই আপাতত দোহা ব্যাঙ্কের মূল টার্গেট।

শনিবার অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকে বসার কথা দোহা কর্তৃপক্ষের।

 

.