জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা, বিধানসভায় অনাস্থা আনতে পারে BJP: Dilip Ghosh

"আমরা আনতে পারি। আনার সম্ভবনা আছে। আমাদের কাছেও ভালো সংখ্যায় এমএলএ আছে।"

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Jan 5, 2021, 12:12 PM IST
জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা, বিধানসভায় অনাস্থা আনতে পারে BJP: Dilip Ghosh

নিজস্ব প্রতিবেদন :  আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন। জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন সকালে সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আমি মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি মুখ্যমন্ত্রী থাকুন বা এক্স-মুখ্যমন্ত্রী থাকুন, যেন ভালো থাকুন।"

তবে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিসান সম্মান নিধি নিয়ে রাজ্যের পদক্ষেপের বিষয়ে কটাক্ষও করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে উসকে দিলেন বিধানসভায় অনাস্থা আনার বিষয়ে জল্পনাও।

প্রশ্ন : চাষিরা যাতে কিসান সম্মান নিধি পান, সেই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
দিলীপ ঘোষ : এখন দেরিতে হলেও সুবুদ্ধি হয়েছে। ভালো। বিদায়ের সময় যদি কৃষকদের কিছু পাওয়ার ব্যবস্থা করে দেন, কমপক্ষে তাহলে তাঁদের আশীর্বাদ পাবেন।

প্রশ্ন : রাজ্য সরকারের পোর্টালে তো নথিভুক্ত করা নেই, তাই মুখ্যমন্ত্রী জানেন না?
দিলীপ ঘোষ : জানার দরকার নেই তো। উনি লিস্ট দিন। ৭৩ লক্ষ কৃষক, যারা যোগ্য, তাঁদের তালিকা উনি দিল্লিতে পাঠান। ওনারা ভেরিফিকেশন করে নেবেন। কৃষকরা তো ধরেই নিয়েছিলেন যে তাঁদের কপালে জুটবে না! তাই তাঁরা সেন্ট্রাল গভমেন্টের পোর্টালে এন্টি করে নিয়েছেন।

আরও পড়ুন, বিনামূল্যে ২০ লাখ মানুষের ছানি অপারেশন; ফ্রিতে চশমা, 'চোখের আলো' প্রকল্পের সূচনা Mamata-র

প্রশ্ন : মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্য সরকারের প্রকল্প আগেই চালু হয়েছে, কৃষকরা ৫০০০ টাকা করে পাচ্ছেন?
দিলীপ ঘোষ : এতে তো সন্দেহ আছে। আমি যতবার গিয়ে জিজ্ঞেস করেছি, কেউ বলেনি যে পেয়েছি। ঠিক আমফানের মতো! আমফানের টাকাও পেয়েছে লোকে! কিন্তু ঠিক কে পেয়েছে? যোগ্যরা পেয়েছে কি? এই জিনিসটা নিয়েই সন্দেহ আছে। (Dilip Ghosh)

প্রশ্ন : স্বাস্থ্য সাথী কার্ডে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজের নাম লিখিয়েছেন। আজকে উনি কার্ড নিতে যাবেন?
দিলীপ ঘোষ : সব জায়গায় উনি ড্রামা করেন। ড্রামা করতে ভালোবাসেন উনি। উনি কি স্বাস্থ্য সাথীর জন্য এলিজেবেল নাকি? রাহুল গান্ধীকেও দেখেছি লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে!

প্রশ্ন : কৃষি আইন বাতিলের জন্য অধিবেশন ডাকবেন মুখ্যমন্ত্রী?
দিলীপ ঘোষ : উনি যেটা ভাবছেন, ভেবেচিন্তে ডাকুন। যদি অনাস্থা এসে যায় সরকারটাই পড়ে যাবে। আমার মনে হয় সেই সাহস উনি করবেন না।

প্রশ্ন : আপনারা কি অনাস্থা আনতে পারেন?
দিলীপ ঘোষ : আমরা আনতে পারি। আনার সম্ভবনা আছে। আমাদের কাছেও ভালো সংখ্যায় এমএলএ আছে।

প্রশ্ন : আপনাদের আনা অনাস্থায় কি কংগ্রেস, সিপিআইএম সমর্থন করবে?
দিলীপ ঘোষ : সেটা আমি জানি না। ওনারা করবেন কি না!

প্রশ্ন : সিপিআইএমের ব্রিগেড সভায় রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন?
দিলীপ ঘোষ : আসলে উনি দেখতে চাইছেন পার্টিটা আছে নাকি উঠে গেছে!

আরও পড়ুন, ভোটে MIM-এর সঙ্গে জোট জল্পনা জিইয়ে রাখলেন Yechury, 'সেক্যুলারজিম' নিয়ে কটাক্ষ Dilip-এর

.