হাত কীভাবে ভেঙে দিতে হয় জানি, আজ নয় কাল হবেই, বাবুলকাণ্ডে হুঁশিয়ারি দিলীপের

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করে ছাত্রছাত্রীদের একাংশ।

Updated By: Sep 20, 2019, 06:04 PM IST
হাত কীভাবে ভেঙে দিতে হয় জানি, আজ নয় কাল হবেই, বাবুলকাণ্ডে হুঁশিয়ারি দিলীপের

নিজস্ব প্রতিবেদন: হাত কীভাবে ভেঙে দিতে হয় আমরা জানি। আজ নয় কাল এটা হবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, ''সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরে কমিউনিস্টদের ঘাঁটি ভাঙব। দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চাই না।''      

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করে ছাত্রছাত্রীদের একাংশ। ওই ঘটনায় এদিন দিলীপ ঘোষ বলেন,''বাবুল সুপ্রিয় শুধু শিল্পী বা গায়ক নন, উনি বাংলার গৌরব। অগ্নিমিত্রা পল ভারতবিখ্যাত ডিজাইনার। রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়দেরও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।  ভদ্রলোকেরা রাজনীতিতে আসবেন না। আমি না হয় রাজনীতিবিদ। সে আমার উপরে হামলা হলে কাকে কী উত্তর দিতে হবে বুঝে নেব।''

দিলীপ আরও বলেন, ''সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুর থেকে কমিউনিস্টদের ঘাঁটি ভাঙব। দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চাই না। এমন ছাত্র চাই না। এটা গণতন্ত্র! এদের হাতে দেশকে সঁপে দেব। চিন্তা করতে কষ্ট হচ্ছে। কয়েকটা দুর্বত্তকে সমর্থন করছেন দুর্বুদ্ধিজীবীরা।''

দিলীপবাবু হুঁশিয়ারি, হাত দিলে হাত কীভাবে ভেঙে দিতে হয়, আমরা জানি। আজ নয়তো কাল হবেই। আমি দিলীপ ঘোষ বলছি, এ ক্ষমতা আমাদের আছে। 

যাদবপুরে ৪ নম্বর গেটে ইউনিয়ন রুমে ভাঙচুর চালিয়েছে এবিভিপি। ওই ঘটনাকে সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতির অভিমত, প্রতিবাদের ধরন কী হবে, কেউ বলে দেবে নাকি? একদম ঠিক করেছে আগামী দিনেও করব। কারও দম থাকলে আটকাক। 

আরও পড়ুন- যাদবপুরে তাণ্ডব চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা, রাজ্যপালের কাছে অভিযোগ মুকুলের

 

.