'মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব...', বাবুলের ইস্তফার ঘোষণায় Dilip

বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়ার পর ফেসবুক পোস্টেই নতুন সংযোজন করেন বাবুল (Babul Supriyo)। তিনি লেখেন, 'হ্যাঁ আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি।' 

Updated By: Jul 31, 2021, 06:58 PM IST
'মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব...', বাবুলের ইস্তফার ঘোষণায় Dilip

নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জানিয়ে দিয়েছেন, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছেন। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন,'অন্য কোনও প্রশ্ন থাকলে করুন, না হলে আমি প্রেস কনফারেন্স ছাড়ছি।' তার আগে বিজেপির রাজ্য সভাপতি প্রতিক্রিয়া দেন,'আমি কারও ফেসবুক, টুইটার দেখি না।'

বাবুলের ফেসবুক পোস্টের অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠকে বসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তাঁকে আসানসোলের সাংসদের ফেসবুক পোস্ট সংক্রান্ত প্রশ্ন করা হয়। দিলীপ বলেন,'কে কোথায় যাচ্ছেন, কী করছেন, আমি কী করে বলব! এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবে, কখন করবে, কখন ছাড়বে, এই অধিকার প্রত্যেকের আছে।'

ফেসবুকে ঘোষণা করলেই ইস্তফা দেওয়া নয়, তাও বোঝানোর চেষ্টা করেন দিলীপ (Dilip Ghosh)। তাঁর কথায়,'উনি কি ইস্তফা দিয়েছেন? মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব, আগে গোঁফ তো বেরোক। উনি এখনও লোকসভায় আছেন। করলে করবেন। এরকম খবর রোজ আসে।' এরপরই দিলীপ বলে ওঠেন,'অন্য কোনও প্রশ্ন থাকলে করুন, না হলে আমি প্রেস কনফারেন্স ছাড়ছি।'

বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়ার পর ফেসবুক পোস্টেই নতুন সংযোজন করেন বাবুল (Babul Supriyo)। তিনি লেখেন, 'হ্যাঁ আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি।' 

আরও পড়ুন- মন্ত্রিত্ব থেকে দলে মতান্তর- রাজনীতি-ত্যাগের ঘোষণা করে কী লিখলেন Babul? পড়ে নিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.