"গুলি চালাবেন? এত হিম্মত?" অভিষেকের 'শ্যুট আউট' মন্তব্যর পাল্টা আক্রমণ দিলীপের

অভিষেকের মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন, 'বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কিভাবে? এই পুলিস ভবানীপুর থানায় টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পড়ে। টানা জাতীয় সড়কে লুঙ্গি বাহিনী তাণ্ডব করল। এই পুলিস কোথায় ছিল?'

Updated By: Sep 15, 2022, 10:05 AM IST
"গুলি চালাবেন? এত হিম্মত?" অভিষেকের 'শ্যুট আউট' মন্তব্যর পাল্টা আক্রমণ দিলীপের
নিজস্ব চিত্র।

অয়ন ঘোষাল: বিজেপির নবান্ন অভিযানে আহত পুলিস অফিসারদের দেখতে এসএসকেএমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উডবার্ন ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য, 'আমি দেবজিৎ বাবুকে বললাম। আমি আপনাকে স্যালুট জানাই, আপনি কিছু করেননি বলে। আপনার জায়গায় যদি আমি থাকতাম।  আমার সামনে যদি পুলিসের গাড়়িতে আগুন জ্বলত, কপালে গুলি করতাম'। এমনকী, আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকেও। এদিন তারই পাল্টা তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কিভাবে? এই পুলিস ভবানীপুর থানায় টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পড়ে। এই পুলিস কোথায় ছিল? ফালতু বকওয়াস করবেন না। আপনাদের দম জানা আছে। এতো লুঠপাট করেছে কারুর টিকির নাগাল পেয়েছেন? গুলি চালাবেন? এতো হিম্মত? কালীঘাটে ডায়লগ দেবেন। বাইরে আসবেন না।'

আরও পড়ুন, Suvendu Adhikari: 'ডোন্ট টাচ মাই বডি'; সপ্তপদীর রিনা ব্রাউন! শুভেন্দুকে কটাক্ষ জুন মালিয়ার

ডোন্ট টাচ মাই বডি...' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্যে মিমের ছড়াছড়ি। রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের একের পর এক সামনের সারির মুখ। এদিন সেই প্রসঙ্গেও শাসক দলকে একহাত নিলেন দিলীপ। তিনি বলেন, 'তৃণমূলের রাজনীতি এই পর্যন্তই। সরকার চালাতে হিমসিম খান। যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা হয়, ওরা সেগুলোকেই হাতিয়ার করে।'

বিজেপির নবান্ন অভিযান-পর্বে রবীন্দ্র সরণি এলাকায় কলকাতা পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ করে তৃণমূল। তৃণমূলের টুইটার হ্যান্ডলে বুধবার ওই ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘নিশীথ প্রামাণিক কি ব্যাখ্যা দেবেন? গতকাল পশ্চিমবঙ্গ বিজেপির কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিসের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে এক বিজেপি কর্মীকে। একই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফটো তুলতেও দেখা গিয়েছে। অমিত শাহ এ বার কাকে দোষ দেবেন?’’ 

তবে এ প্রসঙ্গে কিছুটা সুর নরম করেছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, 'যদি কেউ অপরাধী হয়, আইন তাকে সাজা দেবে। যদি দলের কারোর সঙ্গে তার ছবি থাকে, পুলিস তদন্ত করে দেখুক। যখন রাজপথে ৬০০ কোটি টাকার সম্পত্তি জ্বলছিল, তখন এরা কোথায় ছিল? কাউকে গ্রেফতার করেনি কেন?' 

আরও পড়ুন, Abhishek vs Suvendu: 'তাহলে কি ১৯৯৩ সালে জ্যোতিবাবু ঠিক কাজ করেছিলেন'? অভিষেককে প্রশ্ন শুভেন্দুর

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.