সহি হিন্দু নন! বিরোধিতা করায় দলের দুই সাংসদকে 'সেকুলার' আখ্যা দিলীপের

CAA-NRC বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Jan 15, 2020, 11:44 PM IST
সহি হিন্দু নন! বিরোধিতা করায় দলের দুই সাংসদকে 'সেকুলার' আখ্যা দিলীপের

নিজস্ব প্রতিবেদন: বিরোধী তো বটেই, দলের দুই সাংসদকেও রেয়াত করলেন না দিলীপ ঘোষ। আরও একবার অনড় থেকে বুঝিয়ে দিলেন, গুলি করে মারার নিদান থেকে এক চুলও সরছেন না। তা সে যতই দলের মধ্যেই প্রশ্ন উঠুক না কেন! স্পষ্ট বলে দিলেন,সেকুলাররা আমার বক্তব্যের বিরোধিতা করেছে। দেশকে ধ্বংস করেছে সেকুলারিজম। 

CAA-NRC বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করেছিলেন,''দিলীপ ঘোষ যা বলেছেন, তা নিয়ে দল হিসেবে বিজেপির কিছুই করার নেই। উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনও কারওর ওপর গুলি চালায়নি, তা সে যে কারণেই হোক না কেন। দিলীপদার এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।'' দিলীপ তখনই বলেছিলেন,''ভুল কিছু বলিনি। যা বলেছি দলীয় লাইন মেনেই।'' বাবুলকে সমর্থন দিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিন দুজনকেই নিশানা করেছেন রাজ্য সভাপতি। বলেন,''সেকুলাররা আমার বক্তব্যের বিরোধিতা করেছে। দেশকে ধ্বংস করেছে সেকুলারিজম। ভাঙচুরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। লাঠি চালায়নি। মমতা যখন দার্জিলিঙে আটকে পড়েছিলেন, গোর্খাদের মারা হয়েছিল ১১ জন। সরকার এটা করেছে। তখন তো কেউ কথা বলেনি।''     

তাহলে আপনার দলের মধ্যে দ্বিমত কেন? দিলীপের সটান জবাব, পার্টির মধ্যে কোনও বিভেদ নেই। সভাপতি আমি। উনি বলতে থাকুন। জীবন বাঁচাতে সরকারকে ভোট দিয়েছেন মানুষ। বহু দোকান লুঠ করা হয়েছে। আগুন লাগানো হয়েছে  বাড়িতে। কতজন নিন্দা করেছে? আমি বলেছি দেশের স্বার্থে। 

বাম-কংগ্রেসকে বিঁধে দিলীপ বলেন,''সিদ্ধার্থশঙ্কর রায় অনেককে খুন করেছেন। তাঁর নেতারা আমাকে জ্ঞান দিচ্ছে। অহিংসার কথা বলছেন। রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে বোধহয়। সিদ্ধার্থশঙ্কর রায়কে বাহবা দিতেন। দেশদ্রোহী বা দেশের সম্পত্তি যারা নষ্ট করছে, তাদের গুলি করে মারব।'' 

আরও পড়ুন- NPR নিয়ে সব রাজ্যই কেন্দ্রের পাশে, বাদ খালি তৃণমূল বাংলা ও সিপিএম কেরল

.