পঞ্চায়েত নির্বাচন জিততে 'শ্মশান পর্যন্ত লড়াই'-এর ডাক দিলীপের

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। ঘাসফুলকে হারিয়ে বঙ্গে পদ্মফুলের ঝড় তুলতে মরিয়া বিজেপি। নির্বাচন জিততে একদিকে যেমন চলছে এফএম-এর মাধ্যমে জনসংযোগের ভাবনা, তেমনই চলছে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করার প্রয়াসও। তবে সেই মনোবল চাঙ্গা করার বার্তার মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

Updated By: Feb 24, 2018, 06:31 PM IST
পঞ্চায়েত নির্বাচন জিততে 'শ্মশান পর্যন্ত লড়াই'-এর ডাক দিলীপের

নিজস্ব প্রতিবেদন : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। ঘাসফুলকে হারিয়ে বঙ্গে পদ্মফুলের ঝড় তুলতে মরিয়া বিজেপি। নির্বাচন জিততে একদিকে যেমন চলছে এফএম-এর মাধ্যমে জনসংযোগের ভাবনা, তেমনই চলছে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করার প্রয়াসও। তবে সেই মনোবল চাঙ্গা করার বার্তার মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ এদিন বলেন, "যে কোনও লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। বুথে, বুথের বাইরে লড়তে হবে বিজেপি কর্মীদের। প্রয়োজনে শ্মশান পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।" থানা, পুলিস, আদালত, হাসপাতাল সর্বত্র বিজেপি কর্মীরা লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানান বিজেপি রাজ্য সভাপতি।

যদিও দিলীপ ঘোষের এই হুঁশিয়ারিকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূল। দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়!" বিজেপি আগে থেকেই হারের ভয়ে এধরনের মন্তব্য করছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে ববি হাকিম আরও দাবি করেন, বুথ স্তর পর্যন্ত সংগঠনই নেই বিজেপির। আর সেকারণেই ভীত তারা।

আরও পড়ুন, পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, জিততে মরিয়া বিজেপির নয়া তাস এফএম স্টেশন

নির্বাচনে দলের কর্মসূচি ঠিক করতে ন্যাশনাল লাইব্রেরিতে শুরু হয়েছে বিজেপির বৈঠক। রাজ্যের পাশাপাশি উপস্থিত কেন্দ্রীয় নেতারাও। সেই মঞ্চ থেকে বুথে বুথে লড়াইয়ের ডাক দেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই চড়ছে শাসক-বিরোধী চাপানউতোর।

.