Dilip Ghosh: ‘ভোট লুঠ হলে পুলিস তো কিছু করবে না, যা করার আমরাই করব', তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

দিলীপ ঘোষের মত, ‘মুখ্যমন্ত্রী যদি টাকার জন্য ধর্না দিতে পারেন, তাহলে যে সরকারি কর্মীরা কাজ করছেন, তারা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করবেন অবশ্যই’।

Updated By: May 8, 2023, 09:26 AM IST
Dilip Ghosh: ‘ভোট লুঠ হলে পুলিস তো কিছু করবে না, যা করার আমরাই করব', তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

অয়ন ঘোষাল: সোমবার সকালে ইকোপার্কে আসেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন।

পঞ্চায়েতে আড়াইশো এবং লোকসভায় ৪০ টার্গেট দিলেন অভিষেক

দিলীপ ঘোষ বলেন, ‘টার্গেট দেয়। পৌছায় কতদূর? লোকসভায় ৪০ বলছেন। গতবার বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিলেন। আমরা ১৮তে পৌছালাম। ওরা ৪২ বলে ২২-এ নেমে গেল। অনুকরণ করে কিছু হয়না। এখন ফুটবল খেলতে গিয়ে বলের সঙ্গে জুতোও চলে যাচ্ছে। অল ইন্ডিয়া পার্টি থেকে লোকাল পার্টি হয়ে গেছে তো। বুঝতে পারছে’।

অমিত শাহের সফর থেকে রাজনৈতিক কর্মসূচি গুলি কাটছাঁট

এই বিষয়ে তিনি বলেন, ‘উনি সরকারি অনুষ্ঠানে আসছেন। বিএসএফ-এর সঙ্গে মিটিং করবেন। রবীন্দ্র জয়ন্তী করতে আসছেন। কুনাল ঘোষ বলেছেন, যারা অমর্ত্য সেনকে অপমান করে, তারা রবীন্দ্র জয়ন্তী পালনের যোগ্য নয়। কেউ যদি রবীন্দ্রনাথের জায়গা দখল করে নেয়, সে কি রবীন্দ্রপ্রেমী হয়? ওনাকে কে অপমান করেছে? কোর্ট? তাহলে তো বলতে হয় তৃণমূল কংগ্রেসেকে সিবিআই অপমান করেছে। যারা অনৈতিক কাজ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটাই তো স্বাভাবিক’।

তীব্র হচ্ছে ডিএ আন্দোলন

এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মত, ‘মুখ্যমন্ত্রী যদি টাকার জন্য ধর্না দিতে পারেন, তাহলে যে সরকারি কর্মীরা কাজ করছেন, তারা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করবেন অবশ্যই’।

রাজু নস্কর গ্রেফতার

এই গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ‘এতোদিন করা হয়নি কার স্বার্থে। কে এতোদিন প্রোটেকশন দিচ্ছিল? পাড়ায় পাড়ায় এরকম মস্তান আছে। যারা স্কোয়ার ফুট মেপে টাকা তোলে। বেলেঘাটায় বোম বন্দুকের আঁতুড়ঘর করে রেখেছিল। বলছে, বিজেপি থেকে আসা লোকেরা ওর বিরুদ্ধে কাজ করছে। বিজেপি থেকে কেন যাবে লোক ওই পার্টিতে? অনেকে এসেছিল। ও নিজেও গতবার ভোটের আগে আসার চেষ্টা করেছিল। সবাই যোগাযোগ করেছিল। আমরা নিই নি। কি জিনিস এবার লোক জানতে পারছে’।

আরও পড়ুন: Mamata Banerjee: ট্রেডমিলে হেঁটে চলেছেন মমতা; হাতে ধরা কুকুরছানা, ভাইরাল হল ভিডিয়ো

পঞ্চায়েতে ভোট লুঠ হলে হাসপাতালে পাঠাব

দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘ভোট লুঠ হলে পুলিস তো কিছু করবে না। যা করার আমরাই করব। পুলিস কিছু করবে না। পুলিসই আগেরবার ভোট লুঠ করিয়েছে। আমরাও লড়ছি। ভোট যদি লুঠ করতে আসে, তাহলে কি আর রসগোল্লা খাইয়ে ছেড়ে দেব?’

নবজোয়ার বিশৃঙ্খলা

দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘হবেই তো। মমতা গিয়েও সামলাতে পারেন নি। কারণ পার্টিটাই কারুর কন্ট্রোলে নেই। এমন জোয়ার আসছে, ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে। এই জোয়ার আমাদের পঞ্চায়েত ভোটেও দেখতে হবে। তার প্র্যাক্টিস ম্যাচ চলছে। পার্টির ঝগড়া পার্টির মধ্যে রাখুন। সমাজে বিশৃঙ্খলা করবেন না’।

অধীর নিয়ে অভিষেকের কটাক্ষ

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দাদার পুলিসে সবার ভরসা। দিদির পুলিসে দিদির নিজেরও ভরসা নেই। দিদি পুলিসের সঙ্গে যেভাবে কথা বলেন, বাকিরা কেন ভরসা করবেন? আপনারা দেখলেন, রামনবমী পুলিস সামলাতে পারল না। কিন্তু হনুমান জয়ন্তী সেন্ট্রাল ফোর্স সামলে দিল’।

আরও পড়ুন: Amit Shah: রবীন্দ্রজয়ন্তীতে যোগ দিতে সোমবারই ২ দিনের সফরে ফের বঙ্গে শাহ

বিএসএফ-এ দু একটা খারাপ লোক থাকতে পারে

দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘তৃণমূলের লোকেরা যদি গরু পাচারে যুক্ত হয়, পুলিস যদি সহযোগিতা করে, বিএসএফ-এ দু’একটা খারাপ লোক থাকতে পারে। নাহলে পাচার চলছে কি করে? এখানে গরু, মাদক, সোনা আসবে। এই রাজ্য সরকার কি শুধু কাটমানি নেবে? তাহলে লোকে ওদের জিতিয়েছে কেন?’

দল যাকে সিম্বল দেবে তাকেই মেনে নিতে হবে: অভিষেক

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এই বার্তা আগেও দিয়েছেন। দিদিমণিও দিয়েছেন। আগে শুধু প্রার্থী তালিকা ঘোষনা হোক। খুনোখুনি শুরু হয়ে যাবে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.