Dilip Ghosh: 'ওনারা ভেবেছিলেন রাজ্যপাল জগন্নাথ হয়ে বসে থাকবেন', তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ বলেন, ‘এখন কুড়ি তারিখ অবধি, যে মনোনয়ন প্রত্যাহার চলছে আগে তো সেটা সামলান। ১০-১২ হাজার যে অতিরিক্ত মনোনয়ন হয়েছে কেউ নির্দল হয়ে কেউ তৃণমূল হয়ে, তারা যদি প্রত্যাহার না করেন তাহলে তো দলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাবে। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে’।
নান্টু হাজরা: রবিবার সকালে নিউ টাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।
রাজভবনের পিস রুম
দিলীপ ঘোষ বলেন, ‘সরকারি ব্যবস্থা ঠিকই আছে। এর বাস্তবে কতটা প্রয়োগ হবে? আমাদের যে কর্মীরা নমিনেশন করেছেন এসব স্পর্শকাতর জায়গায় তাদের ধমকি দেওয়া হচ্ছে। জোর করে প্রত্যাহার করতে বলা হচ্ছে, বাড়িছাড়া রয়েছেন তারা। বাড়ির লোককে ধমকানো হচ্ছে খুনের হুমকি দেওয়ার হচ্ছে , এগুলোর সমাধান কিভাবে হবে? গ্রামে গ্রামে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হচ্ছে। যাতে ভোট দিতে মানুষ না পারে, প্রচার না হয় তার জন্য আগে থেকে ভয় দেখানো শুরু হয়েছে’।
আরও পড়ুন: Panchayet Election 2023: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে হিংসা, রাজভবনে কন্ট্রোলরুম
তিনি আরও বলেন, ‘রাজ্যপাল তার মতো করে করছেন, কিন্তু তার একটা সীমা রয়েছে। তিনি নির্দেশ দিতে পারেন কিন্তু এই সরকার কারোর নির্দেশ মানে না, কোর্টকেও মানে না। রাজ্যপাল যেখানে সন্ত্রাস, সেখানে যাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত, তিনি পুলিস মন্ত্রী। পুলিসের রিপোর্টে বলা হচ্ছে একটাও মৃত্যু হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমার পার্টির দুজন মারা গিয়েছে। কংগ্রেস সিপিএমের ও লোক মারা গিয়েছে। তাহলে সেগুলো রিপোর্টে নেই কেন। এই চালাকি করা হচ্ছে’।
রাজ্যপাল ক্যাডারের মত কাজ করছেন: কুনাল
দিলীপ ঘোষ বলেন, ‘উনিতো আইএএস এর ক্যাডার। উনি জানেন কিভাবে করতে হয়। সন্ত্রাসের প্রতিরোধ করতে গভর্নর নিজে পৌঁছে যাচ্ছেন, এটা তো ওনারা কখনো দেখেননি। ওনারা ভেবেছিলেন উনি জগন্নাথ হয়ে বসে থাকবেন আর সরকার যা রিপোর্ট দেবে তা মেনে নেবেন। গভর্নর ভালো একজন প্রশাসক। তার অভিজ্ঞতা রয়েছে সরকারে থেকে। উনি জানেন সরকারে কিভাবে ম্যানুপুলেশন হয়। তাই নিজের চোখে গিয়ে দেখছেন। মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছেন। আগের রাজ্যপাল গিয়েছেন, কিন্তু ভোটের পরে। কিন্তু যেখানে অশান্তির সম্ভাবনা রয়েছে সেখানেই ইনি পৌঁছে যাচ্ছেন’।
আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের রাজ্য সভাপতি পদে অভিষেক!
ভাঙ্গরে নজর মুখ্যমন্ত্রীর, সংগঠনের দায়িত্ব সব্যসাচীকে
তিনি জনিয়েছেন, ‘কী আর নজর রেখেছেন। নজর রেখে কী করছেন তিনি। যে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি নিজে ক্যানিং থেকে জীবনতলা থেকে লোক নিয়ে এসে অশান্তি করেছে। ধরা পড়ে তারা স্বীকার করেছে। যে গাড়িগুলো জ্বালানো হয়েছে সেগুলো ক্যানিং জীবনতলার গাড়ি। বোঝা যাচ্ছে কোথা থেকে লোক এসেছে আর কারা গন্ডগোল করেছে। যারা রক্ষক তারাই ভক্ষক, তাহলে থামবে কি করে। ওনার পার্টি যাকে খুশি দায়িত্ব দিতেই পারে, কিন্তু সেটা গন্ডগোল থামাতে নাকি গন্ডগোল করতে। সরকারি পার্টি যদি লোক নিয়ে এসে গন্ডগোল করে, পুলিস তাদের গায়ে হাত দিচ্ছে না, তাহলে গন্ডগোল থামবে কিভাবে?’
নবজোয়ার মডেলে জেলায় জেলায় প্রচার তৃণমূলের
দিলীপ ঘোষ বলেন, ‘এখন কুড়ি তারিখ অবধি, যে মনোনয়ন প্রত্যাহার চলছে আগে তো সেটা সামলান। ১০-১২ হাজার যে অতিরিক্ত মনোনয়ন হয়েছে কেউ নির্দল হয়ে কেউ তৃণমূল হয়ে, তারা যদি প্রত্যাহার না করেন তাহলে তো দলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাবে। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে’।
প্রচারের তৃণমূলের স্পেশাল ৫০
তিনি বলেন, ‘এসব ডায়লগ মিডিয়াতে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে কী হচ্ছে? বাস্তবে সেই গুন্ডারাই ভোট করবে, পার্টির কোনও উপস্থিতি নেই। তাদের টিকিট দেবে বোম বন্দুক নিয়ে ঝামেলা করবে, কেন্দ্রীয় বাহিনী এলে গুন্ডারা ঠান্ডা হয়ে যাবে তাই তা আটকাতে সুপ্রিম কোর্টের দিকে গিয়েছে’।