করোনা আবহেই উপনির্বাচন! রাজ্য BJP-র বৈঠকে Dilip-নির্দেশে জোরালো জল্পনা
পুরভোটের আগে উপনির্বাচন হচ্ছে ধরেই এগোতে চাইছে রাজ্য বিজেপি (West Bengal BJP)।
নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিন। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। উপনির্বাচন বিজেপি এখনই চায় না বলে সাংবাদ মাধ্যমে বলেছিলেন সায়ন্তন বসু (Sayantan Basu)। তবে এ দিন দিলীপের (Dilip Ghosh) নির্দেশে স্পষ্ট, নির্ধারিত ৬ মাসের মধ্যে উপনির্বাচন হতে পারে। এমন সম্ভাবনাকে মাথায় রেখে এগোচ্ছে রাজ্য বিজেপি। তদুপরি করোনা আবহে উপনির্বাচনে আপত্তি নেই তাদের।
পুরভোটের আগে উপনির্বাচন হচ্ছে ধরেই প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি (West Bengal BJP)। সূত্রের খবর, মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) নির্দেশ দেন,'পুরভোট নিয়ে ভাবতে হবে না, আপাতত উপনির্বাচন নিয়ে প্রস্তুতি নিন। পুরভোটের আগেই উপনির্বাচন হবে ধরে নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলিকে কাল থেকে প্রস্তুতি শুরু করতে হবে।' সাংবাদিক বৈঠকে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি বলেন,'আমরা উপনির্বাচন ও পুরসভার প্রস্তুতি শুরু করেছি। কারণ রাজনৈতিক পার্টিকে ভোটের জন্য তৈরি থাকতে হয়। যেখানে যেখানে পুরভোট ও উপনির্বাচন হবে সেখানে সাংগঠনিক বৈঠক করব।'
প্রার্থীদের মৃত্যু হওয়ার কারণে ভোট স্থগিত হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে। পরে করোনা পরিস্থিতির জেরে আর নির্বাচনই হয়নি। আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় উপনির্বাচন করতে হবে। এর মধ্যে ভবানীপুর কেন্দ্রে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে পরাজিত হওয়ায় উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরেই সম্ভবত তিনিই প্রার্থী হতে পারেন। উপনির্বাচন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই জানিয়েছেন,'কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত। ৭ দিন প্রচারের সময় দেওয়া যেতে পারে।' বিজেপি নেতা সায়ন্তন বসু বিরোধিতা করে বলেছিলেন, 'শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী রাখতে হবে বলে কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করতে হবে! এর কোনও মানে নেই। আপাতত উপনির্বাচনের কোনও প্রয়োজন নেই।'
দীর্ঘদিন ধরে কলকাতা-সহ রাজ্যের ১১৬টি পুরসভা (West Bengal Civic Poll) চালাচ্ছেন পুর প্রশাসকরা। পুরভোট এখনই হচ্ছে না বলে মনে করছে বিজেপির একটা মহল। যদিও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,'আগে তো নির্বাচন কমিশন উপনির্বাচন করানোর কথা বলুক। তার পর আমরা আমাদেরটা সময়মতো ঠিক করে দেব।'
আরও পড়ুন- বাংলার নেতৃত্বই দায়ী, হারের দায় ঝেড়ে ফেললেন বিজেপির 'বহিরাগত' নেতারা!