ভোররাতে লেক গার্ডেন্সের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭ দোকান

কেন বারবার এখানে আগুন লাগে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে

Updated By: Apr 14, 2019, 09:13 AM IST
ভোররাতে লেক গার্ডেন্সের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭ দোকান

নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল লেক গার্ডেন্সের ১৭টি দোকান। লর্ডস বেকারি মোড়ের ওইসব দোকানগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার নাইটক্লাবে বন্দুকবাজের বেপরওয়া গুলি; নিহত ১, আহত বহু

রবিবার ভোররাতে লর্ডস বেকারি মোড়ে সান্ধ্য বাজারে আগুন লেগে যায়। প্রিন্স গোলাম মহম্মদ রোড়ের এক ঝুপড়ির পাশে ছিল ওইসব দোকান। পাশাপাশি আগুনে নষ্ট হয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভষ্মীভূত দোকানগুলিতে খাবার, আসবাবের ব্যবসা হতো। ছিল তুলোর দোকানও। সেসব পুড়ে ছাই হয়ে গিয়েছে।

রাত সাড়ে তিনটে নাগাদ ওই আগুন লাগে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দমকল একটু আগে এলে হয়তো কিছু দোকান বাঁচতো। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টাই প্রথমে করা হয়। আগুন কীভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

কেন বারবার এখানে আগুন লাগে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় বাসিন্দা শম্পা রায় বলেন, আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তুলোর দোকান ছিল। কেন এতবার আগুন লাগে বলুন তো?

আরও পড়ুন-ভিন জাতে’ বিয়ে করায় ভয়ঙ্কর শাস্তি তরুণীর, দেখুন ভিডিও

রিকশা চালক শঙ্কর হালদারের রিকশা পুড়ে ছাই। বললেন,  আমার সংসার চলতো রিকশা চালিয়ে। রিকশা শেষ। আমাকে সাহায্য করুন। ছেলেমেয়ে নিয়ে বাঁচবো কি করে? 

দমকলের ওসি সুজিত সাউ বলেন, ১০ টি ইঞ্জিনে কাজ করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোরো চেয়ারম্যান তপন বাবু বলেন, পুরসভার লোক এসেছে। পরিষ্কার হচ্ছে। যাঁরা ক্ষতিগ্রস্থ তাঁদের পাশে পুরসভা মমতা ব্যানার্জী আছেন। সবরকম সাহায্য করা হবে।

 

.